স্পোর্টস ডেস্ক: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন শ্রীলঙ্কান পেসার লাকমল। তার বদলি হিসেবে টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন অসিথা ফার্নান্দো।
গত কয়েক বছর ধরেই শ্রীলঙ্কার বোলিং আক্রমণে অন্যতম ভরসার নাম লাকমল। ২০১৭ সালে দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জয়ে বড় অবদান ছিল লাকমলের। একপ্রান্তে টানা বোলিং করে পাকিস্তানি ব্যাটসম্যানদের ভীষণ চাপে রেখেছিলেন তিনি।
দুই টেস্টে ৫৮.৩ ওভার বল করে মাত্র ২.২২ ইকোনমিতে নিয়েছিলেন ছয় উইকেট। লাকমলের অবর্তমানে এবার প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন ফার্নান্দো। ২০১৭ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেকের পর আর জায়গা হয়নি তার।
জাতীয় দলে জায়গা না হলেও অনূর্ধ্ব-২৩ দলের হয়ে দারুণ পারফরম্যান্স করেছেন ইমার্জিং এশিয়া কাপে। এ ছাড়া এসএ গেমসে দারুণ খেলে নির্বাচকদের নজরে পড়েছেন এই ডানহাতি পেসার।
প্রসঙ্গত, ১১ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে লঙ্কানদের প্রথম টেস্ট। এই ম্যাচেই অভিষেক হতে পারে ফার্নান্দোর। সিরিজে দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ১৯ ডিসেম্বর, করাচিতে।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.