Advertisement
মাশরাফি বিন মর্তুজা টেস্ট আর টি-টোয়ান্টি থেকে বিদায় নেওয়ায় জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ আয়োজনের কথা ছিল। তবে, তার আর হচ্ছেনা বলে জানিয়ে দিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। আর আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষের সিরিজে ৩৫ দলে প্রাথমিক দলে নাম নেই ম্যাশের। আর এ থেকেই অনেকটা নিশ্চিত হওয়া যায় ওয়ানডে হওয়ার সম্ভাবনা ক্ষীণ। কারণ এর আগে ওয়ানডেতে কখনো বাদ যাননি মাশরাফি।
মাশরাফি প্রসঙ্গে প্রধান নির্বাচক নান্নু বলেন, ‘মাশরাফি কন্ডিশনিং ক্যাম্পে থাকছে না। সে যেহেতু টেস্ট আর ওয়ানডে খেলেন না তাই তাকে রাখা হয়নি। ওয়ানডে সিরিজ হলে মাশরাফি অবশ্যই দলে থাকত। ওয়ানডে হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না।’
জাতীয় দলের এই কন্ডিশনিং ক্যাম্প চলবে ২৭ আগস্ট পর্যন্ত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।