স্পোর্টস ডেস্ক : আগামী ৫ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামবে আফগানিস্তান দল। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের বাংলাদেশ দলে নেই বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। বিশ্রামে রয়েছেন মোস্তাফিজ।
মোস্তাফিজ না থাকায় স্বস্তিতেই থাকার কথা আফগানিস্তান দলের। তবে এমনটি মানতে নারাজ আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন কোচ অ্যান্ডি মোলস। তিনি বলেন, ‘এখানে স্বস্তিতে থাকার কিছু নেই। অবশ্যই মুস্তাফিজ অসাধারণ একজন ক্রিকেটার। তার না থাকা মানে অন্যদের সুযোগ।’
তিনি আরও বলেন, ‘আমরা সবাই জানি সীমিত পরিসরের ক্রিকেটের জন্য তাকে বিশ্রামে রাখা হয়েছে। সীমিত পরিসরে তার পারফরম্যান্স অসাধারণ। আমরা যখন সাদা বলের ক্রিকেটে ফিরব তখন তাকে নিয়ে ভাবব।’
মোলস আরও বলেন, ‘আমাদের বাংলাদেশ দলকে নিয়ে গভীর শ্রদ্ধা রয়েছে। তারা আমাদের থেকে ঊর্ধ্বে। এটা সত্য আমরা ভীত নই। তাদের স্পিনে অনেক বৈচিত্র্য রয়েছে। তাদের হোম কন্ডিশনে খেলা। অবশ্যই তারা সেই সুবিধা পাবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।