বিনোদন ডেস্ক : গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডে ‘দশক সেরা মডেল’-এর পুরস্কার পেলেন মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া। মডেলিং ও অভিনয়ের পাশাপাশি পেশায় তিনি একজন আইনজীবীও।
সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস ২০২৪ কে ধন্যবাদ দিয়ে একটি পোস্ট শেয়ার করেন তিনি। অল্প সময়ের মধ্যেই ভক্তদের প্রসংশায় ভাসেন তিনি।
পোস্টে তিনি লিখেছেন, “গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস ২০২৪ কে ধন্যবাদ। আমাকে ‘দশক সেরা মডেল’ খেতাব দিয়ে সম্মানিত করার জন্য। এই কৃতিত্ব শুধু উচ্চতা, গ্ল্যামার বা আবেগের ফল নয়, বরং নিবেদন, ধারাবাহিকতা, শিক্ষা, সময় ব্যবস্থাপনা এবং ইতিবাচক মনোভাব। যা আমাকে পথ দেখিয়েছে।
”
এছাড়াও সেখানে উপস্থিত থাকা নারীদের উদ্দেশ্য করে তিনি লিখেছেন, ‘জীবনের ছোট ছোট জিনিসগুলিতে ফোকাস করুন এবং আপনি দেখতে পাবেন যে জীবন আপনাকে অবিশ্বাস্য পুরষ্কার দিয়ে অবাক করবে।’
২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন পিয়া। ২০১২ সালে চোরাবালি চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। অভিনয় জগতে পদার্পণের পূর্বে তিনি মডেল হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন।
বর্তমানে আইনজীবী পেশাতেই ব্যস্ত রয়েছেন পিয়া।
গ্লোবাল স্টার কমিউনিকেশনের আয়োজনে এবার ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড’ দ্বিতীয় সিজনে ২০২৩ সালের সেরা চলচ্চিত্র, টেলিভিশন নাটক, ওটিটি, গান, নাচ, সাংবাদিকতায় সেরাদের পুরস্কার প্রদান করা হয়। এছাড়া বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা, উপমহাদেশের কিংবদন্তি নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা ও এনটিভির পরিচালক নুর উদ্দিন আহমেদকে গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড আজীবন সম্মাননা প্রদান করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।