স্পোর্টস ডেস্ক: ইন্টারন্যশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবার দশকসেরা টি-টোয়েন্টি একাদশ ঘোষণা করেছে। বাংলাদেশি কোনো ক্রিকেটার আইসিসির দশকসেরা টি-টোয়েন্টি একাদশে জায়গা পায়নি।
বাংলাদেশের পাশাপাশি এই একাদশে ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং পাকিস্তানের কোনো ক্রিকেটার জায়গা পায়নি। একাদশে সর্বোচ্চ চারজন ভারতীয় ক্রিকেটার জায়গা পেয়েছেন।
একাদশের অধিনায়ক করা হয়েছেন মহেন্দ্র সিং ধোনিকে। ভারতের বাকি তিনজন হলেন- রোহিত শর্মা, বিরাট কোহলি ও জাসপ্রিত বুমরাহ। একাদশে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের দুইজন করে জায়গা পেয়েছেন।
অস্ট্রেলিয়ান দুইজন হলে- অ্যারন ফিঞ্চ ও গ্লেন ম্যাক্সওয়েল। ক্যারিবিয়ান দুইজন হলেন- ক্রিস গেইল ও কাইরন পোলার্ড। দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও শ্রীলঙ্কান একজন করে জায়গা পেয়েছেন দশকসেরা এই টি-টোয়েন্টি একাদশে।
দক্ষিণ আফ্রিকান তারকা এবি ডি ভিলিয়ার্সের পাশাপাশি এই একাদশে আছেন আফগান লেগ স্পিনার রশিদ খান ও লঙ্কান গতিতারকা লাসিথ মালিঙ্গা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



