দাঁড়িয়ে থাকা ট্রাকে মাইক্রোবাসের ধাক্কা, প্রাণ গেল চালকের

দাঁড়িয়ে থাকা ট্রাকে মাইক্রোবাসের ধাক্কা, প্রাণ গেল চালকের

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে সড়কের ওপর দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন

দাঁড়িয়ে থাকা ট্রাকে মাইক্রোবাসের ধাক্কা, প্রাণ গেল চালকের

রোববার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা। এর আগে একইদিন ভোর ৫টার দিকে উপজেলার রাজাবাড়ি বাজারে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে তিনি মাইক্রোবাসের চালক ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজাবাড়ি বাজারে সড়কের ওপর মাঝে মধ্য ট্রাক পার্কিং করে রাখা হয়। রোববার সকালেও একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। হঠাৎ ঢাকাগামী একটি মাইক্রোবাস দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।

ট্রেন যাত্রা বিরতির দাবি: দুই ঘণ্টা পর গন্তব্যের উদ্দেশ্যে ছাড়ল ট্রেন