জুমবাংলা ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করেছে সড়ক ও জনপদ বিভাগ। আজ সকাল ১০টায় কুমিল্লার দাউদকান্দি উপজেলা প্রশাসন ও সওজ যৌথভাবে এ উচ্ছেদ অভিযানে উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকার ছোট বড় প্রায় ২০ অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করেছে।
জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসষ্ট্যান্ডের মতলব-বাবুরহাট সড়কের মুখে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম খান এবং উপজেলা সহকারী কমিশনার সুকান্ত সাহার নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চলে।
কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী নাজমুল হোসাইন সাকিব বাসসকে বলেন, দখলদারদের কারনে গৌরীপুর বাসস্ট্যান্ডে সবসময়ই যানজট লেগে থাকে। তাই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খান বলেন, সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে আমরা এ উচ্ছেদ অভিযান পরিচালনা করি। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।