বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : কয়েক সপ্তাহের মধ্যেই পরবর্তী প্রজন্মের গ্যালাক্সি এস সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারজাত করবে স্যামসাং। অনলাইনে প্রকাশিত তথ্যানুযায়ী গ্যালাক্সি এস২২ সিরিজের স্মার্টফোনের দাম বাড়ানোর ইঙ্গিত দিয়েছে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি। খবর গিজমোচায়না।
বিশ্বজুড়ে চলমান চিপ সংকটের কারণে স্মার্টফোনের মূল্য বাড়ানোর কথা জানিয়েছে স্যামসাং। স্মার্টফোনের বেশকিছু গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের দাম ৩০-৪০ শতাংশ বেড়েছে। অন্যদিকে পাওয়ার ম্যানেজমেন্ট ও ইমেজ সেন্সর চিপের দাম ১০-১৫ শতাংশ বেড়েছে।
বিশ্লেষকদের ধারণা, গ্যালাক্সি এস২২-এর বিক্রি মূল্য ৮৯৯ ডলার থেকে শুরু হতে পারে; যা আগের ভার্সনগুলোর তুলনায় ১০০ ডলার বেশি। এছাড়া গ্যালাক্সি এস২১ সিরিজের দাম বাড়ানোর বিষয়ে ভাবছে প্রতিষ্ঠানটি। বিশেষ করে অ্যাপল ও চীনা ব্র্যান্ডগুলোর ক্রমবর্ধমান প্রতিযোগিতার মুখে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গ্যালাক্সি এস২২, এস২২ প্লাস ও এস২২ আল্ট্রা নামে তিনটি স্মার্টফোন উন্মোচন করবে স্যামসাং। স্মার্টফোনগুলোয় অঞ্চলভেদে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ১ বা নিজস্ব এক্সিনোজ ২২০০ চিপসেট ব্যবহার করা হতে পারে।
সাধারণ গ্যালাক্সি এস২২ স্মার্টফোনে ৬ দশমিক ৬ ইঞ্চির ডিসপ্লে দেয়া হতে পারে, যার সর্বোচ্চ উজ্জ্বলতা ১০০০ নিটস। অন্যদিকে এস২২ প্লাস ও আল্ট্রা মডেলে সবচেয়ে বেশি ১৭৫০ নিটস ব্রাইটনেস দেয়া হতে পারে। গ্যালাক্সি এস২২ প্লাসে ৬ দশমিক ৫৫ ইঞ্চির এবং এস২২ আল্ট্রায় ৬ দশমিক ৮১ ইঞ্চির ডিসপ্লে দেয়া হতে পারে। আল্ট্রা মডেলগুলোয় এস পেন স্টাইলাস রাখার জায়গা থাকতে পারে। চার্জিংয়ের জন্য ফোনগুলোয় ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি দেয়া হতে পারে বলে সূত্রে জানা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।