জুমবাংলা ডেস্ক: জ্বালানি তেলের দর লিটারে পাঁচ টাকা কমানোর পর এর যে সমালোচনা হচ্ছে, তাতে হতাশ হয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। বলেছেন, ‘বাড়ালেও দোষ, কমালেও দোষ!’
তেলের দর কমার দুই দিন পর বাস ভাড়া কিলোমিটারে পাঁচ পয়সা কমানোর পরদিন বৃহস্পতিবার সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলোচনায় এ কথা বলেন মন্ত্রী।
তেলের দর লিটারে ৫ টাকা কমানোর ঘটনায় বিএনপির প্রতিক্রিয়া নিয়ে তিনি বলেন, ‘গতকাল দেখলাম এটা নিয়েও বিএনপির যুগ্ম মহাসচিব সমালোচনা করেছেন। বাড়ালেও দোষ, কমালেও দোষ। তাহলে কী করলে ওরা প্রশংসা করতে পারবেন, আমি জানি না। সবকিছুতে সমালোচনা করার যে বাতিক সেখান থেকেই এ সমালোচনা।’
গত ৫ আগস্ট ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৩৪ টাকা এবং পেট্রলের দর ৪৪ ও অকটেনের দর ৪৬ টাকা বাড়ানোর পর তীব্র সমালোচনা হয়। এরপর সরকার কর কমিয়ে তেলের দর কমানোর উপায় খুঁজতে থাকে।
ডিজেলের ওপর সমুদয় আগাম কর অব্যাহতি এবং আমদানি শুল্ক ১০ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ করার পর ২৯ আগস্ট সব ধরনের তেলের দাম ৫ টাকা করে কমানোর সিদ্ধান্ত হয়।
সরকার এই সিদ্ধান্ত নেয়ার পর ব্যাপক সমালোচনা হয় এ কারণে যে, এর কোনো সুফল সাধারণ মানুষ পাবে না। বাস ভাড়া নিয়ে সিদ্ধান্তেই এটি স্পষ্ট হয়েছে। সরকার প্রতি কিলোমিটারে ভাড়া কমিয়েছে ৫ পয়সা। ফলে এক টাকা ভাড়া কমার জন্য যেতে হবে ২০ কিলোমিটার।
লঞ্চের ভাড়া কিলোমিটারে ১৫ পয়সা করে কমিয়ে যতটা নির্ধারণ করা হয়েছে, তার চেয়ে কম আদায় করা হচ্ছে আগে থেকেই।
হাছান মাহমুদ বলেন, তারা দেশে দাম কমালেও এই সময়ে আন্তর্জাতিক বাজারে দর আরও বেড়েছে। তিনি বলেন, ‘বিশ্ব বাজারে জ্বালানি তেলের দামে আবার ঊর্ধ্বগতি। যখন বাংলাদেশে তেলের দাম সমন্বয় করে বাড়ানো হয়েছিল, তখন বিশ্ব বাজারে তেলের যে দাম ছিল এখন কিন্তু দাম তার চেয়ে আরও বেড়ে গেছে।
‘এরপরও প্রধানমন্ত্রী জনগণের কথা চিন্তা করে লিটারে ৫ টাকা করে বিভিন্ন ধরনের তেলের দাম কমিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে বাস ভাড়াও কিছুটা কমেছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।