
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সবার প্রিয় হয়ে ওঠার কারন হলো যে এই কোম্পানির মোবাইল ফোনগুলি অন্যান্য ব্র্যান্ডের তুলনায় সস্তায় পাওয়া যায়। কম দামে অসাধারণ স্পেসিফিকেশন্স দেওয়া শাওমি Xiaomi অনেকটাই পছন্দ করেছিল ভারতীয় ইউজাররা এবং এই কারনেই এখন শাওমি ইন্ডিয়ার নাম্বার ওয়ান ব্র্যান্ড হয়ে আছে। কিন্তু সস্তা স্মার্টফোনের জন্য খ্যাত শাওমির ফ্যানদের এখন প্রতিনিয়ত হতাশ হতে হচ্ছে। কোম্পানি বার বার নিজের ফোন গুলির দাম বাড়াচ্ছে এবং আজকে আবারো দুটি Redmi Phone এর দাম বাড়ালো।
Xiaomi Redmi 9A এবং Redmi 8A Sport স্মার্টফোনের দাম বৃদ্ধি করেছে। কোম্পানি এই মোবাইল ফোন গুলির সমস্ত ভেরিয়েন্টের দাম বাড়িয়ে দিয়েছে যার ফলে আজ থেকেই শাওমির এই ফোনগুলি কেনার জন্য অতিরিক্ত দাম দিতে হবে। সবার আগে আপনাকে বলে দিই যে শাওমি নিজের এই দুটি স্মার্টফোন মডেলের দাম 300 টাকা বাড়িয়েছে এবং এই মূল্য বৃদ্ধির পরে এই মোবাইল দুটির সমস্ত ভেরিয়েন্টের দাম 7 হাজার টাকার বেশি বাজেটে এসে গেছে।
Redmi 9A : সর্বপ্রথম রেডমি 9এ স্মার্টফোনের কথা বলা হলে ইন্ডিয়ান মার্কেটে এই স্মার্টফোনটিকে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। আগেও এই ফোনের দামে 200 এবং 500 টাকা বাড়ানো হয়েছে। ফোনের বেস ভেরিয়েন্টটি 2GB RAM সহ 32GB Storage সাপোর্ট করে এবং বড়ো ভেরিয়েন্টে 3GB RAM সহ 32GB Storage দেওয়া হয়েছে। এই দুটি ভেরিয়েন্টকে ইন্ডিয়াতে 6,799 টাকা এবং 7,499 টাকা দামে লঞ্চ হয়েছিল কিন্তু এখন প্রাইস বাড়ার পরে এই ভেরিয়েন্ট গুলির দাম যথাক্রমে 7,299 টাকা এবং 8,299 টাকা হয়ে গেছে।
Xiaomi Redmi 9A ফোনটিকে 20:9 আস্পেক্ট রেশিওতে পেশ করা হয়েছে যা 1600 × 720 পিক্সেল রেজল্যুশনের 6.53 ইঞ্চির এইচডি+ এলসিডি ডিসপ্লে সাপোর্ট করে। অ্যান্ডয়েড 10 আধারিত মিইউআই 12 এর সাথে এই ফোনে 2 গীগাহার্টসের ক্লক স্পীড যুক্ত অক্টাকোর প্রসেসর এবং মিডিয়াটেক হেলিয়ো জি25 চিপসেট দেওয়া হয়েছে। ফোটোগ্রাফির জন্য ব্যাক প্যানেলে এফ/2.2 অ্যাপার্চার যুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ফ্রন্ট প্যানেলে এফ/2.2 অ্যাপার্চারের 5 মেগাপিক্সেলের সেল্ফি ক্যামেরা দেওয়া আছে। পাওয়ার ব্যাকআপের জন্যে এই ফোনটি 5,000 এমএএইচের ব্যাটারী সাপোর্ট করে।
Redmi 9A Sport :রেডমি 9এ স্মার্টফোনকেও ভারতীয় বাজারে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। এই মোবাইলের বেস ভেরিয়েন্টে 2GB RAM সহ 32GB Storage দেওয়া হয়েছে এবং ফোনের বড়ো ভেরিয়েন্টটি 3GB RAM সহ 32GB Storage সাপোর্ট করে। Redmi 9A Sport এর 2জিবি র্যাম ভেরিয়েন্টটিকে 6,999 টাকা দামে লঞ্চ হয়েছিল যা এখন 7,299 টাকা দামের হয়ে গেছে। এইভাবেই ফোনের 3 জিবি র্যাম ভেরিয়েন্টটি 7,999 টাকা দামে প্রবেশ করেছিল যেটিকে এখন কেনার জন্য 8,299 টাকা দিতে হবে।
Redmi 9A Sport স্মার্টফোনটি 720 x 1600 পিক্সেল রেজল্যুশনের 6.53 ইঞ্চির এইচডি+ ওয়াটারড্রপ নচ ডিসপ্লে সাপোর্ট করে। অ্যান্ডয়েড ওএসের সাথে মিডিয়াটেক হেলিয়ো জি25 চিপসেট দেওয়া আছে। ফোটোগ্রাফির জন্য এই ফোনটির ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 13 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেন্সর দেওয়া আছে এবং সেল্ফি ও ভিডিও কলিঙের জন্য এই ফোনটি 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে। 4জি ভোএলটিই, 3.5মিমি জ্যাক এবং পি2।কোটিং সহ পাওয়ার ব্যাকআপের জন্য 10 ওয়াট ফাস্ট চার্জিং যুক্ত 5,000 এমএএইচের ব্যাটারী দেওয়া আছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



