নতুন অধ্যায় শুরু করলেন ইতালিয়ান কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তি। ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিয়ে গতকাল সোমবার (২৬ মে) প্রথমবারের মতো দল ঘোষণা করেন তিনি। আর তাতেই চমক। এবার অভিজ্ঞদের ফেরার পাশাপাশি কিছু তারকা বাদ পড়েছেন, আবার নতুন মুখও জায়গা পেয়েছেন স্কোয়াডে।
ক্যাসেমিরো ও রিচার্লিসনের প্রত্যাবর্তনের পাশাপাশি নেই জায়গা নেইমার ও রদ্রিগোর। আনচেলত্তির এই ঘোষণা ঘিরে ফুটবল দুনিয়ায় শুরু হয়েছে আলোচনার ঝড়।
ফরোয়ার্ড লাইনে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া ও ম্যাথিউস কুনিয়ার জায়গা পাওয়া অবধারিত ছিল। সঙ্গে এস্তেভাও উইলিয়াম ও অ্যান্তোনি আছেন ডন কার্লোর ব্রাজিল দলে।
ব্রাজিলের দল: গোলরক্ষক: অ্যালিসন বেকার (লিভারপুল), বেন্তো (আল নাসর), হুগো সৌজা (করিস্থিয়ান)।
ডিফেন্ডার: অ্যালেক্সসান্দ্রো (লিলি), বেরালদো (পিএসজি), মার্কুইনোস (পিএসজি), দানিলো (ফ্লামেঙ্গো), লিও অর্টিজ (ফ্লামেঙ্গো), অ্যালেক্স সান্দ্রো (ফ্লামেঙ্গো), কার্লোস আগুয়েস্তো (ইন্টার মিলান), ওয়েলসলি (ফ্লামেঙ্গো), ভ্যান্ডারসন (মোনাকো)।
মিডফিল্ডার: আন্দ্রিয়েস পেরেইরা (ফুলহ্যাম), ব্রুনো গিমারেজ (নিউক্যাসল), আন্দ্রে সান্তোস (স্ট্রাসবার্গ), ক্যাসেমিরো (ম্যানইউ), এদেরসন (আটালান্টা), জেরসন (ফ্লামেঙ্গো)।
ফরোয়ার্ড: এস্তেভাও (পালমেইরাস), অ্যান্তোনি (রিয়াল বেটিস), গ্যাব্রিয়েল মার্টিনেল্লি (আর্সেনাল), ম্যাথিউস কুনিয়া (উলভস), ভিনিসিয়াস (রিয়াল মাদ্রিদ), রাফিনিয়া (বার্সেলোনা), রিচার্লিসন (টটেনহ্যাম)।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।