আন্তর্জাতিক ডেস্ক: স্থানীয় সময় দুপুর আড়াইটা। জুয়েলারির একটি দোকানে প্রবেশ করে একদল মুখোশধারী। মুহূর্তেই হাতুড়ি দিয়ে শোকেস ভেঙে দোকানের প্রায় সব স্বর্ণালংকার লুটে চোখের পলকেই পালিয়ে যায়। আর পুরো ঘটনাটি মাত্র ৫০ সেকেন্ডের।
দিনেদুপুরে জুয়েলারির দোকানে দুর্ধর্ষ এ ডাকাতির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। মাত্র ৫০ সেকেন্ডে লুট করা হয় প্রায় ২২ লাখ ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ২১ কোটি টাকা) সমমূল্যের স্বর্ণালংকার। সম্প্রতি দোকানটিতে মালামাল লুটের একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে নিউইয়র্ক পুলিশ।
ভয়াবহ ওই ডাকাতির সিসিটিভি ফুটেজ প্রকাশ করে নিউইয়র্ক পুলিশের ‘ক্রাইম স্টপার্স’ বিভাগ জানায়, লুট হওয়া স্বর্ণালংকারের মূল্য প্রায় ২২ লাখ মার্কিন ডলার। ডাকাত দলকে ধরতে এরই মধ্যে অভিযান শুরু হয়েছে।
পুলিশ আরও জানায়, সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে। তাদের কোথাও দেখা গেলে নিউইয়র্ক পুলিশের হটলাইন নম্বরে ফোন করে জানাতে স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বানও জানানো হয়।
এদিকে দিনেদুপুরে ভয়াবহ এ ডাকাতির ঘটনায় হতবাক স্থানীয়রা। এমনকি আতঙ্ক বিরাজ করছে ব্যবসায়ীদের মাঝেও। অবিলম্বে অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন নিউইয়র্কবাসী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।