
Advertisement
জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে দরিদ্র দিনমজুরদের মানবিকতার পুরষ্কার হিসেবে প্রধানমন্ত্রীর তহলবিল থেকে ত্রাণ ও আর্থিক সহায়তা প্রদান করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতাজ বেগম।
বৃহস্পতিবার বিকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দরিদ্র দিনমজুরদের এ সহায়তা প্রদান করেন তিনি। এর আগে বুধবার ৬ মে উপজেলার সদর ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় দিনব্যাপী ডালিম গাজী নামে এক হত দরিদ্র কৃষকের জমির পানিতে তলিয়ে যাওয়া ধান বিনা পারিশ্রমিকে কেটে দেন কয়েকজন দরিদ্র দিনমজুর। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এটি উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের নজরে আসে।
বৃহস্পতিবার ওই দরিদ্র দিন মজুরদের ডেকে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর তহলবিল থেকে ত্রাণ ও আর্থিক সহায়তা প্রদান করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।