জুমবাংলা ডেস্ক : দিনাজপুরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দ্রুত সময়ে হাসপাতালের ৮০ জন রোগীকে সরিয়ে ফেলায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৬টার দিকে হাসপাতালের পরিত্যক্ত স্টোর রুমে এই ঘটনা ঘটে।
হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের স্টোর রুমে রোগীর লোকজন আগুন দেখে চিৎকার শুরু করে। এসময় হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়লে রোগীসহ তাদের স্বজনদের ছুটাছুটি শুরু করে। হাসপাতাল স্টাফ ও ফায়ার সার্ভিসসহ স্থানীয় লোকজন দ্রুত রোগীদের ওয়ার্ড থেকে নিরাপদে বের করে আনে। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি ৮০ জন রোগীর মধ্যে গুরুত্বর অসুস্থদের এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অন্যরা স্বেচ্ছায় বাড়ি চলে গেছে।
আগুনের সূত্রপাত সম্পর্কে ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার মেহফুজ তানভির জানান, বিদ্যুতের সর্ট সার্কিট অথবা সিগারেটের আগুন থেকে হতে পারে।
সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ জানান, আগুনের কোন হতাহতের ঘটনা নেই। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। তবে তিনি ক্ষয়ক্ষতির বিষয়ে কোন তথ্য দিতে পারেননি। হাসপাতাল তত্ত্বাবধায়ক কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করবে বলে তিনি জানান।
এদিকে আগুনের খবর পেয়ে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি ঘটনাস্থলে উপস্থিত থেকে রুগীদের স্থানান্তরের তদারকি করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।