জুমবাংলা ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কৃতি সন্তান মো. হায়দার আলী।
তিনি গতকাল (৪ জুন) মন্ত্রণালয়ে যোগদান করেন।
হায়দার আলী জীবনের প্রথম বিসিএসে (৩৩ তম) অংশ নিয়ে তথ্য ক্যাডারে মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করে ২০১৪ সালে বাংলাদেশ বেতারে সহকারী বার্তা নিয়ন্ত্রক হিসেবে চাকরি জীবন শুরু করেন। বাংলাদেশ বেতার থেকে ৩ জুন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে তাকে জনসংযোগ কর্মকর্তা পদে প্রেষণে পদায়ন করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক এই শিক্ষার্থী দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের শিবরামপুর গ্রামের মো. আব্দুল করিম ও হাজেরা খাতুনের দ্বিতীয় সন্তান। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক কন্যা সন্তানের পিতা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।