জুমবাংলা ডেস্ক: দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলায় আজ দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারীসহ দু’জন নিহত হয়েছেন।
আজ শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা থেকে দিনাজপুরগামি হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কে নিয়ন্ত্রন হারিয়ে মোহনপুর সেতুর গার্ডার ভেঙে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার সদর উপজেলার উথরাইল গ্রামের মজিবর রহমানের স্ত্রী হালিমা খাতুন (৫৫) এবং হানিফ পরিবহনের ওই বাসটির সুপারভাইজার ও বিরামপুর উপজেলার বিজুল গ্রামের আজিম উদ্দিনের পুত্র মো. আব্দুল জলিল (৫০)।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন যাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা থেকে দিনাজপুরগামি হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস জেলার চিরিরবন্দর উপজেলায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কে মোহনপুর সেতুর পূর্বপাশের গার্ডার ভেঙে খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় কোচের ভিতর থেকে একজন মহিলাসহ দুইব্যক্তির মরদেহ উদ্ধার করেন। এছাড়াও ১২ জনকে আহত অবস্থায় উদ্ধার করে তাদের মধ্যে সাতজনকে দিনাজপুর এম. আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি জানান, আহদের উদ্ধার করে চিকিৎসার জন্য দিনাজপুর এম. আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় কবলিত গাড়িটি পুলিশের হেফাজতে রয়েছে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।