জুমবাংলা ডেস্ক : দিনাজপুরের পার্বতীপুরে আলমগীর হত্যা মামলার আসামি মহিবুলকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) ভোর ৫টার দিকে পার্বতীপুর রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পার্বতীপুরের ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক এমআর সাঈদ জানান, দুপুরে দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদেক আমীনের আদালতে তাকে হাজির করা হয়।
এসময় সে ১৬৪ ধারায় হত্যা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৭টায় পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের শংকরপুর মন্ডলপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলেকে আলমগীর (৩০) মন্ডলপাড়া জামে মসজিদের পাশে প্রতিবেশী জাহির উদ্দীনের ছেলে মহিবুলের (২৪) সাথে ঝগড়াঝাঁটির এক পর্যায়ে মহিবুল আলমগীরের বুকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।