জুমবাংলা ডেস্ক : মাত্র ১০ মাস বয়সী বকনা বাছুরের ওলান থেকে প্রতিদিন প্রায় ৩ লিটার করে দুধ বের হচ্ছে। আর এমন ব্যতিক্রমী ঘটনা ঘটেছে টাঙ্গাইলের সখীপুর উপজেলার গড়গোবিন্দপুর গ্রামের খোরশেদ আলমের বাড়িতে।
খোরশেদ আলম জানিয়েছেন, তার বকনা বাছুরটি এখন দিনে তিন লিটার দুধ দিচ্ছে আর বাছুরটির মা দুধ দিচ্ছে ছয় লিটার। এ ঘটনা শুনে প্রতিদিন উৎসুক মানুষ ভিড় করছেন।
তিনি আরও জানান, প্রায় ১৫ দিন যাবত এভাবে তার বকনা বাছুর সারা দিনে ৩ লিটার করে দুধ দিচ্ছে। কোনো দিন দুধ সংগ্রহ না করলে ওলান থেকে এমনি এমনি দুধ ঝরে পড়ে।
খোরশেদ আলমের স্ত্রী মর্জিনা বেগম জানান, দীর্ঘদিন ধরে তিনি গাভী পালন করছেন। ১০ মাস আগে তার পালিত বিদেশি জাতের গাভিটির বাছুর হয়। আর সেই বাছুরকে লালন-পালন করে আসছেন তিনি। ১৫ দিন আগে তিনি ১০ মাস বয়সী বাছুরকে গোসল করাতে গেলে গরুটির ওলান ফোলা দেখে ধারণা করেন, এর ওলানে দুধ জমেছে। তিনি তাৎক্ষণিক গরুটির ওলান থেকে দুধ সংগ্রহ করেন। প্রথম কয়েক দিন আধা লিটার দুধ পান তিনি। এখন দুধের পরিমাণ বেড়েছে। পরিবারের সদস্যরা এই দুধ পান করছেন। মাঝেমধ্যে এলাকার লোকজনকেও বিনা মূল্যে দিচ্ছেন তিনি। এঘটনায় প্রতিদিন মানুষ বিভিন্ন স্থান থেকে বকনা বাছুরটি দেখতে আসছেন।
সখীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল জলিল জানান, হরমোনের কারণে এমনটা হতে পারে। ঘটনাটি ভিন্ন রকম মনে হলেও ওই দুধ পুরোপুরি স্বাস্থ্যসম্মত। এ ধরনের ঘটনা দেশে আগেও ঘটেছে। অতএব আশ্চর্য হওয়ার কিছু নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


