লাইফস্টাইল ডেস্ক : খেজুরে উপস্থিত অ্যান্টি অক্সিডেন্ট কোষকে ফ্রি ব়্যাডিক্যালের হাত থেকে রক্ষা করে। এ ছাড়া এতে ফ্ল্যাভোনয়েডস রয়েছে। এই বিশেষ অ্যান্টি অক্সিডেন্ট শরীরের যেকোনও ধরেনর প্রদাহ কমাতে সাহায্য করে। এমনকী ক্যানসারকে রুখে দিতেও সাহায্য করে।
অনেকেই নিয়মিত ড্রাই ফ্রুটস খান। যার মধ্যে অন্যতম হল খেজুর। গুণের শেষ নেই গেজুরের। জেনে নিন এটি খেলে কী উপকার পাবেন।
১০০ গ্রাম খেজুরে রয়েছে ৭ গ্রাম ফ্রাইবার, ২ গ্রাম প্রোটিন, ১৫ শতাংশ পটাসিয়াম, ১৩ শতাংশ ম্যাগনেশিয়াম,৪০ শতাংশ কপার।
এখানেই শেষ নয়, আর রয়েছে ১৩ শতাংশ ম্যাঙ্গানিজ, ৫ শতাংশ আয়রন ও ভিটামিন বি-৬ রয়েছে ১৫ শতাংশ।
এ ছাড়া এতে রয়েছে ভরপুর অ্যান্টি অক্সিডেন্ট, যা শরীরের জন্য খুবই উপকারী। খেজুরে রয়েছে ফাইবার।কোষ্ঠকাঠিন্যের সমস্যা মেটাতে সাহায্য করে খেজুর। হজমশক্তি বাড়াতে সাহায্য করে খেজুর। পাশাপাশি বদহজমের সমস্যাও মেটায়।
ডায়াবেটিকদের জন্য উপকারী খেজুর। রক্তে শর্কারার পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে খেজুর। তাই ডায়াবেটিসের সমস্যা থাকলে খেজুর খান।
খেজুরে উপস্থিত অ্যান্টি অক্সিডেন্ট কোষকে ফ্রি ব়্যাডিক্যালের হাত থেকে রক্ষা করে। এ ছাড়া এতে ফ্ল্যাভোনয়েডস রয়েছে।
এই বিশেষ অ্যান্টি অক্সিডেন্ট শরীরের যেকোনও ধরেনর প্রদাহ কমাতে সাহায্য করে। এমনকী ক্যানসারকে রুখে দিতেও সাহায্য করে।
এ ছাড়া এতে ক্যারোটিনয়েডস রয়েছে, যা দৃষ্টিশক্তি উন্নত করতে ও চোখের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে। পাশাপাশি এতে ফেনোলিক অ্যাসিড রয়েছে যা হার্ট অ্যাটাক ও ক্যানসারের ঝুঁকি কমায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।