বিনোদন ডেস্ক: প্রায় ২৭ বছর আগে মুক্তি পাওয়া শাহরুখ খান-কাজলের ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমার সেই দৃশ্য এখনও চলচ্চিত্রপ্রেমীদের চোখে ভাসে। চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে রয়েছেন শাহরুখ, হাত সামনের দিকে বাড়ানো। সেই দিকে ছুটছেন কাজল।
এমনই এক দৃশ্য দেখা গেল বাংলাদেশে! তবে বার বাংলাদেশেও সেই দৃশ্যের অনুকরণে তৈরি হল একটি বিজ্ঞাপন। তবে একটু উল্টে নেওয়া হলো বিষয়টি। সেই বিজ্ঞাপনে অভিনয় করলেন সে দেশের প্রাক্তন ক্রিকেটার মোহম্মদ আশরাফুল। নায়িকা হিসেবে রয়েছেন সারিকা। একটি মিনারেল ওয়াটার তৈরির সংস্থার হয়ে এই বিজ্ঞাপন করেছেন আশরাফুল।
তবে বিজ্ঞাপনে শাহরুখ এবং কাজলের চরিত্রটিকে উল্টে দেওয়া হয়েছে। বিজ্ঞাপনে দেখা যাচ্ছে, ট্রেনের দরজায় দাঁড়িয়ে রয়েছেন কাজলরূপী সারিকা। প্ল্যাটফর্মে দৌড়াতে দৌড়াতে সে দিকে ছুটছেন শাহরুখরূপী আশরাফুল। বিজ্ঞাপনের শেষ দিকেই রয়েছে চমক।
সিনেমাতে দেখা গিয়েছিল, ছুটতে থাকা কাজলকে হাত ধরে ট্রেনে তুলে নিয়েছিলেন শাহরুখ। কিন্তু বিজ্ঞাপনে সেটাই বদলে গেছে। দেখা যাচ্ছে, সারিকার হাত ধরার আগেই তাকে একজন পানির বোতল এগিয়ে দিলেন। সেই পানির বোতল পেয়ে তেষ্টা মেটাতে ব্যস্ত হয়ে পড়লেন আশরাফুল। মনেই থাকল না ট্রেনের কথা।
এই বিজ্ঞাপন বানিয়েছেন মুনতাসির আকিব। গল্প লেখা এবং চিত্রনাট্যের কাজ করেছেন তৌকির রহমান এবং রেহানুর রহমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।