
বৃহস্পতিবার সকালে গুলশানে ভারতীয় হাইকমিশনে কম্বলগুলো হস্তান্তর করা হয়।
এ উপলক্ষে ভারতীয় হাইকমিশনার বিক্রম কে দোরাইস্বামীর উদ্দেশে চিঠি দেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ড. জাফরুল্লাহ চৌধুরী।
সেখানে দিল্লির রাস্তায় ঠান্ডায় কষ্ট পাওয়া আন্দোলনরত কৃষকদের কম্বলগুলো পৌঁছে দেওয়ার অনুরোধ করেন।
নয়া দিল্লিতে তাপমাত্র ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমেছে ও ৩৭ জন কৃষক ঠান্ডার মারা গেছে— এ কথা চিঠিতে উল্লেখ করা হয়।
জানান, বাংলাদেশের গ্রামীণ কারিগররা এই কম্বল হাতে তৈরি করেছেন।
চিঠিতে একই সঙ্গে মুক্তিযুদ্ধের সময় ভারতীয়দের সহযোগিতার কথা স্মরণ করেন ড. জাফরুল্লাহ, তুলে ধরেন গণস্বাস্থ্য কেন্দ্রের শুরুর কথা যা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে বাংলাদেশ ফিল্ড হসপিটাল নামে প্রতিষ্ঠিত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


