আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দক্ষিণ দিল্লির জাকির নগরের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে অন্তত ৬ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছে আরও ১১ জন।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাত ২টা নাগাদ চারতলা ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভবনে মোট ১৩ টি ফ্ল্যাট ছিল।
দেশটির পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নিহতদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী ও ২ শিশু রয়েছেন।
আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আগুন নেভাতে দমকলের ১১টি ইঞ্জিন কাজ করে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ২০ জনকে।
এছাড়া আগুনে ৭টি গাড়ি এবং ৮টি বাইক পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। জানা যায়, ঠিক যে সময়ে আগুন লাগে সেই সময়ে ওই বিল্ডিংয়ে প্রতিটি পরিবারের সদস্যরাই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। অনেকেই বাঁচার জন্য বিল্ডিং থেকে ঝাঁপও মেরেছেন।
সেখানকার স্থানীয় পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে ইলেকট্রিক বক্স থেকেই আগুন লাগে।তথ্য সূত্র: ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস।
সূত্র : এনডিটিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।