জুমবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী শুক্রবার সন্ধ্যায় দিল্লিতে এক বৈঠকে মিলিত হবেন।
পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ঢাকায় সাংবাদিকদের এ কথা জানান।
জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সকালে দিল্লি যাবেন। সেদিনই নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে পররাষ্ট্রসচিব জানান।
বৈঠকে অভিন্ন নদী তিস্তার পানি ভাগাভাগির চুক্তি সই এবং দুই দেশের আন্তযোগাযোগের বিভিন্ন দিক এবং দ্বিপক্ষীয় অন্য বিষয়গুলো নিয়ে কথা হবে বলে পররাষ্ট্রসচিব এর আগে সাংবাদিকদের জানান।
জি-২০ শীর্ষ সম্মেলনের নিজের কর্মসূচি শেষে শেখ হাসিনা আগামী ১০ সেপ্টেম্বর ঢাকা ফিরবেন বলে কূটনৈতিক সূত্রগুলো জানায়।
জমি অধিগ্রহণে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।