বিনোদন ডেস্ক : পাঞ্জাবের জনপ্রিয় অভিনেতা দীপ সিধু আর নেই। দিল্লির কুঞ্জলি মানেসার মহাসড়কে দুর্ঘটনার নিহত হয়েছেন তিনি।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মঙ্গলবার দীপ সিধু কুন্ডলি মহাসড়ক দিয়ে নিজের স্করপিও চালিয়ে যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন তার আমেরিকান বান্ধবী। তার গাড়িটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কন্টেইনারে ধাক্কা দেয়। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় দু’জনকে। হাসপাতালে নিয়ে গেলে সিধুকে মৃত ঘোষণা করা হয়। তার বান্ধবী চিকিৎসাধীন আছেন।
এনডিটিভির খবরে বলা হয়েছে, গত বছর কৃষক আন্দোলন ইস্যুতে লালকেল্লায় সহিংসতার ঘটনায় দীপ সিধুর বিচার চলছিল। সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি।
দীপ সিধুর বাড়ি পঞ্জাবের মুক্তরাস জেলায়। ২০১৫ সালে পাঞ্জাবি চলচ্চিত্র ‘রামতা যোগী’ দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন তিনি। এই সিনেমায় মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল তাকে। ছবিটি প্রযোজনা করেছিল অভিনেতা ধর্মেন্দ্রর প্রোডাকশন হাউস। রামতা যোগী ছাড়াও ‘সাডে আলে’ ও ‘দেশি’ সিনেমায় অভিনয় করেছিলেন সিধু। অভিনয় ছাড়া সব সময় বিভিন্ন সামাজিক কাজে নিজেকে যুক্ত রেখেছিলেন এই অভিনেতা। স্বাভাবিকভাবেই তার অকাল প্রয়ানে শোকের ছায়া নেমেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।