বিনোদন ডেস্ক : দিল্লিতে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউড ও ভারতীয় ক্রিকেটের তারকা দম্পতি। দিল্লির ওই অনুষ্ঠানে হাজির হয়ে প্রকাশ্যে বিরাট কোহলির হাতে চুম্বন করলেন আনুশকা শর্মা। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই হু হু করে তা ভাইরাল হয়ে যায়।
প্রায়ত কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির স্মরণে দিল্লিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় সম্প্রতি। সেই অনুষ্ঠানে সস্ত্রীক হাজির হন বিরাট। নীল রঙের শাড়িতে আনুশকাই যেন ওই অনুষ্ঠানের মধ্যমণি হয়ে ওঠেন। অনুষ্ঠান চলাকালীন টুকটাক কথা বলা চলছিল স্বামী-স্ত্রীর মধ্যে। আচমকাই বিরাটের হাত ধরে সেখানে আলতো চুম্বন করেন আনুশকা । বিরাট-আনুশকার সেই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।
বিরাট কোহলির একটি ফ্যান পেজের তরফে ওই ভিডিও প্রথমে শেয়ার করা হয়। ভারতের ‘পাওয়ার কাপল’-এর ওই ভিডিও শেয়ার করার কয়েক মুহূর্তের পরই কয়েক লক্ষ ভিউ হয়ে যায়।
সম্প্রতি ক্যারিবিয়ান সফর সেরে মিয়ামিতে ছুটি কাটিয়ে দেশে ফেরেন বিরাট-আনুশকা । বিমানবন্দরে দু’জনকেই কালো রঙের পোশাকে দেখা যায়। মিয়ামিতে ছুটি কাটিয়ে দেশে ফেরার পর সেখানেকার বেশ কয়েকটি টুকরো টুকরো ছবি নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেন বিরাট কোহলি এবং আনুশকা শর্মা। ওই ছবি সোশ্যাল সাইটে শেয়ার করার পরই ‘বিরুষ্কার’ ভক্তরা যেন উচ্ছ্বসিত হয়ে ওঠেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।