আন্তর্জাতিক ডেস্ক : দিল্লির সহিংসতায় এখনো নিখোঁজ রয়েছেন ৭০০ মানুষ। বুধবার এমনই চাঞ্চল্যকর দাবি করলেন ভারতের পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ বুধবার তিনি বলেন, দিল্লির পরিস্থিতি এখন দুঃখজনক। অজস্র গৃহহীন হয়েছেন। স্তূপে মৃতদেহ জমেছে। নর্দমা থেকে দেহ উদ্ধার হচ্ছে। সাতশ মানুষের এখনো সন্ধান নেই।
ভারতের দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে এক জনসভায় মুখ্যমন্ত্রী দিল্লির সহিংসতাকে ‘গণহত্যা’ বলে দাবি করেন। তার কথায়, দাঙ্গা বলে চালানোর চেষ্টা হলেও আসলে গণহত্যাই হয়েছে। ওটাকে কখনো দাঙ্গা বলবেন না। সব জায়গায় প্রচার করুন যে ওটা গণহত্যা হয়েছে।
সম্প্রতি দিল্লি কয়েক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক সহিংসতা প্রত্যক্ষ করেছে। ভারতের রাজধানীতে এই ঘটনায় নিহত হয়েছে অনেক। বিতর্কিত নতুন নাগরিকত্ব আইন নিয়ে পক্ষে-বিপক্ষে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।