একাধারে মার্কিন শিল্পী, বিনোদন তারকা, উদ্যোক্তা ও প্রযোজক। ইন্টারনেটে সবথেকে আলোচিত সেলিব্রেটিদের মধ্যে অন্যতম তিনি। বলছি জেনিফার লোপেজের কথা। নতুন বছরে নিজের চিরচেনা ছন্দে ফিরছে এ তারকা।
’দিস ইস মি নাউ’ শিরোনামে ওয়ার্ল্ড ট্যৃুরে বের হবেন জেনিফার লোপেজ। দীর্ঘ বিরতির অবসান ঘটিয়ে গত বছর সামাজিক মাধ্যমে ফিরেছিলেন পপ তারকা জেনিফার লোপেজ। ফিরেই নিজের নতুন অ্যালবাম মুক্তির ঘোষণা দিয়েছিলেন তিনি।
সেই দীর্ঘ প্রতীক্ষিত অ্যালবাম মুক্তি পেয়েছে। বর্তমানে স্বামী বেন অ্যাফ্লেকের সঙ্গে ব্যস্ত সময় পার করছেন তিনি। বেন মার্কিন যুক্তরাষ্ট্রের তারকা অভিনেতার একজন এবং হলিউডে তিনি ব্যাটম্যান হিসেবে বেশি পরিচিত।
২০০৪ সালে বিচ্ছেদের পর ২০২৩ সালে আবার বিয়ের পিড়িঁতে বসেন বেন অ্যাফ্লেক এবং জেনিফার লোপেজ। তবে স্বামীর সঙ্গে মনোমালিন্যতার বেশ কিছু সংবাদ গণমাধ্যমে প্রচারিত হয়েছিল। নতুন বছরে নিজের চিরচেনা ছন্দে ফিরতে যাচ্ছেন জেনিফার লোপেজ।
নতুন শিরোনামে তার ফিরে আসার খবন অবশ্যই ভক্তদের জন্য চমৎকার খবর। ১৬ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে তার বহুল প্রতীক্ষিত অ্যালবাম দিস ইজ মি নাউ। বিশ্বব্যাপী ত্রিশটি শহরে যাওয়ার সুযোগ ঘোষণা করেছেন এ তারকা।
জুনের ছাব্বিশ তারিখে ফ্লোরিডায় প্রথম কনসার্ট এ অংশগ্রহণ করবেন লোপেজ। এরপর মিয়ামি, ডালাস, সান্সফ্রান্সিকো, লস অ্যান্জালাস, লাস ভেগাস, টরেন্টো, নিউ ইয়র্ক সিটি শহরে তাকে দেখতে পাওয়া যাবে। টেক্সাস শহরের টয়োটা সেন্টারে নিজের শেষ কনসার্ট করবেন জেনিফার লোপেজ।
২০১৯ সালের ইটস মাই পার্টি ট্যুর করেছিলেন জেনিফার লোপেজ। নতুন বছরে এটি তার প্রথম ট্যুর হতে চলেছে। এর আগে এর আর কোন মিউজিকাল দূর করেনি তিনি। এর আগের ট্যুর থেকে তিনি পঞ্চাশোর মিলনের বেশি আয় করেছিলেন। এবারের মিউজিক্যাল ট্যুর বিশ্বব্যাপী অনেক সাড়া ফেলবে বলে সবাই বিশ্বাস করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।