বিনোদন ডেস্ক : শোবিজ দুনিয়ায় পা রাখার পর অনেকেই অনেক পরামর্শ দিয়ে থাকেন নতুন তারকাদের। অনেকেই নিজের মুখ, নাক বা ত্বক ‘সুন্দর’ করতে কৃত্রিম প্রযুক্তির আশ্রয় নেন। অন্য অনেকের মতো ভালো-মন্দ দুই ধরণের পরামর্শই পেয়েছেন দীপিকা পাড়ুকোন।
সম্প্রতি নিজের নতুন ছবি ‘গেহরাইয়া’র প্রচার উপলক্ষে এ পর্যন্ত ক্যারিয়ার নিয়ে পাওয়া ভালো ও বাজে পরামর্শ নিয়ে মুখে খোলেন অভিনেত্রী। সেখানেই বাজে পরামর্শ নিয়ে বলতে গিয়ে স্তন প্রতিস্থাপনের পরামর্শ পাওয়ার কথা জানান দীপিকা।
‘জীবনে সবচেয়ে খারাপ যে পরামর্শ পেয়েছিলাম, সেটা হল ব্রেস্ট ট্রান্সপ্লান্ট। তখন আমার ১৮ বছর বয়স। ভাগ্যিস মাথায় বুদ্ধি ছিল, তাই তাঁর কথাটায় পাত্তা দিইনি,’ জানান দীপিকা।
তবে ভালো পরামর্শও পেয়েছেন। আর সেটা দিয়েছেন তাঁর প্রথম ছবির নায়ক শাহরুখ খান স্বয়ং।
এ প্রসঙ্গে দীপিকা বলেন, ‘শাহরুখ ভাল পরামর্শ দেয়। ওর থেকে অনেক পরামর্শ পেয়েছি। একবার বলেছিল, সবসময় তাদের সঙ্গেই যেন কাজ করি, যাদের সঙ্গে কাজ করলে ভালো সময় কাটে। কারণ ছবি তৈরির সময় জীবনের অনেকটা সময় কাটাতে হয়। তাই সুখস্মৃতি আর ভাল অভিজ্ঞতা অর্জন করলেই ভাল লাগবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।