বিনোদন ডেস্ক : প্রেমে হাবুডুবু খাচ্ছেন তিনি৷ সর্বসমক্ষে স্বীকার করেছেন রণবীর কাপুরকেই তিনি ভালবাসেন৷ রণবীরও নিজের প্রেমের কথা উল্লেখ করেছেন৷ সেই প্রেমে আরও একধাপ এগোতে চান আলিয়া ভাট৷ নিজের শরীরে রণবীর কাপুরের নাম রাখতে চান৷ আর কে-র নামে ট্যাটু করাতে চান তিনি৷ এক অনুষ্ঠানে এমনই জানালেন আলিয়া৷ তবে দেখবেন আপনার অবস্থা যেন দীপিকার মতো না হয়৷ তিনিও ভালবেসে রণবীরের নাম লিখিয়েছিলেন, কিন্তু পরে তা মুছতে হয়েছিল!
ফ্রেন্ডশিপ ডে-র একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিয়া ও তাঁর প্রিয় বন্ধু৷ সেখানে একের পর প্রশ্নে জানা গেল যে আলিয়া যদি কোনও দিন ট্যাটু করাতে চান তাহলে তিনি লিখবেন নম্বর ৮৷ কিন্তু ভাবছেন তো রণবীরের সঙ্গে ৮ নম্বরের কী যোগ? আসলে যখনই রণবীর ফুটবল খেলেন, তার গায়ে থাকে ৮ নম্বর জার্সি৷ আলিয়াও সেই জার্সি পরে ছবি তুলেছেন৷
শুধু এই বিষয় নয়, রণবীরের ফোন নম্বর যে তাঁর স্পিড ডায়েলে রয়েছে, সেটিও জানিয়েছেন আলিয়া৷ আপাতত প্রেমে মজে রয়েছে বলিউডের এই যুগল৷ ২০২০-তে মুক্তি পাবে তাদের ছবি ব্রহ্মাস্ত্র৷
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।