ময়মনসিংহের ভালুকায় কারখানা শ্রমিক দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়। একইসঙ্গে নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সরকারের পক্ষে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার ময়মনসিংহে দিপু চন্দ্র দাসের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি সরকারের পক্ষ থেকে সমবেদনা জানান এবং এই দুঃসময়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে তিনি নিহত দীপু চন্দ্র দাসের পিতা রবিলাল দাসসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
শিক্ষা উপদেষ্টা বলেন, এই হত্যাকাণ্ড একটি নৃশংস ফৌজদারি অপরাধ—এর কোনো ন্যায্যতা নেই এবং বাংলাদেশি সমাজে এর কোনো স্থান নেই। অভিযোগ, গুজব কিংবা বিশ্বাসগত মতপার্থক্য কখনোই সহিংসতার অজুহাত হতে পারে না, আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই।
তিনি অন্তর্বর্তী সরকারের আইনের শাসনের প্রতি অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং পরিবারকে আশ্বস্ত করেন যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সব অভিযোগের সুষ্ঠু তদন্ত করবে এবং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করবে।
উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করেছে। তদন্ত চলমান রয়েছে এবং যে কোনো উপায়ে এই মামলাটি পূর্ণাঙ্গভাবে অনুসরণ করা হবে বলে নির্দেশ দিয়েছে সরকার। এ ধরনের সহিংস অপরাধের বিরুদ্ধে আইনের পূর্ণ শক্তিতেই ব্যবস্থা নেওয়া হবে, ।
সরকার ধর্ম, জাতিসত্তা বা পটভূমি নির্বিশেষে সকল নাগরিকের নিরাপত্তা, মর্যাদা ও সমান আইনি সুরক্ষা নিশ্চিত করতে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি পরিবারকে জানান, সকল সম্প্রদায়, প্রতিষ্ঠান ও নেতৃবৃন্দকে সহিংসতা প্রত্যাখ্যান, বিভাজন বা অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধ এবং সংযম, মানবিকতা ও আইনের প্রতি শ্রদ্ধা বজায় রাখার আহ্বান জানানো হচ্ছে।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে অধ্যাপক আবরার নিশ্চিত করেন যে দীপু চন্দ্র দাসের পরিবারকে আর্থিক ও কল্যাণ সহায়তা প্রদান করা হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগামী সময়ে তাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখবে।
উপদেষ্টা সকল নাগরিককে সুরক্ষা প্রদান এবং ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়ে অন্তর্বর্তী সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



