দীর্ঘমেয়াদী সংস্কারে অন্তরবর্তী সরকার মনোযোগী নয় বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। তারা তড়িৎ গতিতে সমাধানের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরামর্শ গ্রহণ করেছেন। এটি দেশের অর্থনীতি ও বাণিজ্যের জন্য ভালো কিছু বয়ে আলোচনা বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা।
![Price of goods](https://i0.wp.com/inews.zoombangla.com/wp-content/uploads/2025/02/Collage_Maker-14-Jul-2023-12-54-PM-5753-3-jpg.webp?resize=788%2C552&ssl=1)
বাজারে এখন জিনিসপত্রের দাম বেড়ে গেছে। দরিদ্র মানুষ কষ্ট পাচ্ছে। এজন্য সব ধরনের পণ্যের সঠিক তথ্য যাচাই-বাছাই করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। আজ ব্যবসায়ীরা এক গোল টেবিল আলোচনায় এভাবে কথা বলেন। এ গোলটেবিল বৈঠক মেট্রোপলিটন চেম্বারের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অর্থের ঘাটতি পূরণ করার জন্য সরকার ১০০টি পণ্যের উপর ভ্যাট বসেছে বলেন দাবী করে তারা। বাজেট বাস্তবায়ন করার জন্য এ ধরনের পদক্ষেপ নিয়েছে বলে ধরে নেওয়া হচ্ছে। এর ফলাফল হিসেবে বাজারে মূল্যস্ফীতি বেড়ে যাচ্ছে। সরকার কেবল পরোক্ষ করের উপর নির্ভর না করে সেজন্য পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশনের (বাপা) সভাপতি এম এ হাশেম বলেন, ভ্যাট ট্যাক্স আরোপের ফলে ব্যবসা বাণিজ্য কমবে। তাহলে সরকার রাজস্ব পাবে কীভাবে? সরকার ব্যবসায়ীদের পাত্তাই দেয় না। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে ইচ্ছেমতোই ভ্যাট ট্যাক্স আরোপ করে।
সুপারশপ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, ‘যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। বর্তমান সরকারের অবস্থা এখন এমন। জনগণের স্বার্থ উপেক্ষা করে ভ্যাট আরোপ করা হয়েছে।
দেশের সবচেয়ে বড় শিল্পখাত তৈরি পোশাক মালিকদের অভিযোগ, কর আদায়ের নামে তারা অনেক সময় জুলুমের শিকার হচ্ছেন। এছাড়া চাঁদাবাজির কারণেও বাজারে বাড়ছে পণ্যের দাম।’
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘আলোচনায় উঠে ভোজ্যতেলের সাম্প্রতিক সংকটের বিষয়টি উঠে এসেছে। তেলসহ আমদানির পণ্য ও তার সরবরাহের সুস্পষ্ট তথ্য সরকারের কাছে থাকতে হবে।’
সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘কে কতটুকু সয়াবিন তেল আনলো, কতটুকু বাজারজাত করলো তার তথ্য নেই বলে বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা আসছে না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।