Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home দুঃশি্চন্তার দিন শেষ: পৃথিবীতে বিদ্যুৎ দেবে মহাকাশে বসানো সোলার প্যানেল?
    বিজ্ঞান ও প্রযুক্তি

    দুঃশি্চন্তার দিন শেষ: পৃথিবীতে বিদ্যুৎ দেবে মহাকাশে বসানো সোলার প্যানেল?

    November 1, 20224 Mins Read

    বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: শুনতে অবিশ্বাস্য মনে হলেও, মহাকাশে স্যাটেলাইটের মাধ্যমে সৌরশক্তি আহরণ করে ‘মাইক্রোওয়েভ বিমের’ মাধ্যমে তা পৃথিবীতে সরবরাহের পরিকল্পনা করেছে এক উদ্যোক্তা।

    এ পরিকল্পনা ২০৩৫ সালেই বাস্তবায়ন হতে পারে বলে জানিয়েছেন শিল্প সংশ্লিষ্ট ব্যক্তি ও গবেষকদের সংঘবদ্ধ উদ্যোগ ‘স্পেস এনার্জি ইনিশিয়েটিভ (এসইআই)’-এর কো-চেয়ারম্যান মার্টিন সোলটাও।

    ‘ক্যাসিওপিয়া’ নামের একটি প্রকল্প নিয়ে কাজ করছে এসইআই। এ প্রকল্পের অধীনে মহাকাশে ‘সোলার ফার্ম’ স্যাটেলাইটের নেটওয়ার্ক গড়ে তুলতে চায় ব্রিটিশ এ সংগঠনটি।

    মহাকাশ থেকেই সৌরশক্তি আহরণ করবে স্যাটেলাইটগুলো; সরাসরি পৃথিবীতে সরবরাহ করা হবে সেই সৌরশক্তি।

    এ প্রযুক্তি সীমাহীন সম্ভাবনা রয়েছে বলে দাবি করেছেন সোলটাও; বিবিসিকে বলেছেন, “তাত্ত্বিক বিবেচনায় ২০৫০ সালে পুরো বিশ্বের বিদ্যুৎ চাহিদা মেটাতে পারবে এটি।”

    “কক্ষপথে সৌরশক্তি নির্ভর স্যাটেলাইটের জন্য যথেষ্ট জায়গা আছে, আর সূর্যের শক্তি সরবরাহের সক্ষমতাও বিশাল। ২০৫০ সাল নাগাদ পুরো মানবসভ্যতার যে পরিমাণ বিদ্যুৎ শক্তি প্রয়োজন হবে বলে ভবিষ্যদ্বাণী রয়েছে, বিষুবরেখা বরাবর (মহাকাশের) একটি সরু জায়গাই এক বছরে তার একশ গুণ সৌরশক্তি পায়।”

    প্রযুক্তিবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান ফ্রেজার-ন্যাশ এ প্রযুক্তির কার্যক্ষমতা যাচাই করে সবুজ সংকেত দেওয়ার পর এ বছরের শুরুতেই মহাকাশের সৌরশক্তি প্রকল্পের জন্য ৩০ লাখ পাউন্ড অনুদানের ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার। এসইআই অনুদানের একটা বড় অংশ পাওয়ার আশা করছে বলে জানিয়েছে বিবিসি।

    এসইআইয়ের স্যাটেলাইটের জন্য হাজারো ছোট ছোট মডিউল বানানো হবে পৃথিবীতে; কিন্তু মডিউলগুলো মহাকাশে একে অন্যের সুঙ্গে জুড়ে দেওয়ার কাজটি করবে স্বয়ংক্রিয় রোবট। স্যাটেলাইট মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজগুলোও করবে ওই রোবটগুলো।

    স্যাটেলাইটের আহরণ করা সৌরশক্তিকে উচ্চ তরঙ্গের রেডিও ওয়েভ হিসেবে পৃথিবীর ‘রেকটিফাইং অ্যান্টেনাতে’ পাঠানো হবে যা রেডিও ওয়েভকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করবে।
    মহাকাশে বসানো সোলার প্যানেল
    গ্রিডে প্রায় দুই গিগাওয়াট বিদ্যুৎ শক্তি যোগ করতে পারবে এক একটি স্যাটেলাইট; যা একটি পারমাণবিক পাওয়ার স্টেশনের সমতুল্য।

    সূর্যের আলো ভূপৃষ্ঠে পৌঁছানোর আগে বায়ুমণ্ডলেই শক্তির একটা বড় অংশ হারায়। কিন্তু মহাকাশে এমন কোনো বাধার মুখে পড়তে হয় না একে। ফলে ভূপৃষ্ঠে থাকা সোলার প্যানেলের চেয়ে বেশি সৌরশক্তি আহরণ করতে পারবে মহাকাশের সোলার প্যানেল।

    যুক্তরাজ্যের পাশাপাশি যুক্তরাষ্ট্রেও একই ধরনের প্রকল্প নিয়ে কাজ চলছে বলে জানিয়েছে বিবিসি।

    যুক্তরাষ্ট্রে ‘স্পেস সোলার পাওয়ার ইনক্রিমেন্টাল ডেমোনস্ট্রেশন অ্যান্ড রিসার্চ (এসএসপিআইডিআর)’ প্রকল্পের অধীনে মহাকাশ থেকে স্যাটেলাইটের মাধ্যমে সৌরশক্তি আহরণের জন্য অতিগুরুত্বপূর্ণ প্রযুক্তি নির্মাণের কাজ করছে মার্কিন বিমান বাহিনীর নিজস্ব গবেষণা সংস্থা ‘এয়ার ফোর্স রিসার্চ ল্যাবরেটরি’।

    গবেষণার বিষয়বস্তুর মধ্যে আছে, সোলার সেলের সক্ষমতা বাড়ানোর চেষ্টা, সৌরশক্তিকে রেডিও তরঙ্গে রূপান্তর, মহাকাশযানের যন্ত্রাংশের ওপর তাপমাত্রা পরিবর্তনের বিরূপ প্রভাব হ্রাসের চেষ্টা এবং উৎক্ষেপণযোগ্য নকশা নির্মাণ।

    গত বছরে সৌরশক্তিকে রেডিও তরঙ্গে রূপান্তর করতে ব্যবহৃত কথিত ‘স্যান্ডউইচ টাইল’ প্রযুক্তির জন্য নতুন যন্ত্রাংশের সফল পরীক্ষ-নিরীক্ষা চালিয়েছে গবেষক দল।

    ‘মাইক্রোওয়েভ বিম’ শুনতে উদ্বেগজনক মনে হলেও পৃথিবীতে এটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে গবেষকরা বলছেন, মানুষ ও বন্যপ্রাণী উভয়ের জন্যই নিরাপদ এটি।

    “মাইক্রোওয়েভ বিম আদতে আমাদের ওয়াই-ফাই সিগনালের মতো এবং এর তীব্রতাও কম। দুপুর বেলা সূর্য মাঝ আকাশে যতটা তীব্র থাকে তার এক চতুর্থাংশ এটি,” বিবিসিকে বলেছেন সোলটাও।

    “আপনি যদি মরুভূমির মাঝখানে বিষুবরেখা বরাবর থাকেন তবে প্রতি বর্গ মিটারে এক হাজার ওয়াট বিদ্যুৎ শক্তি আহরণ করতে পারবেন। কিন্তু এটা তার এক চতুর্থাংশ, প্রতি বর্গ মিটারে প্রায় ২৪০ ওয়াট। অর্থাৎ, সে বিবেচনায় এই পরিকল্পনা নিরাপদ।”

    বিবিসি জানিয়েছে, পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতাগুলোর সমাধান হলেও সামনের দিনগুলোতে নতুন জটিলতা দেখা দেওয়ার আশঙ্কাও আছে।

    এ প্রসঙ্গে ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথের তাপগতিবিদ্যার প্রভাষক ড. জোভানা রাডুলোভিচ বলেন, “আমরা ধরেই নিয়েছি যে প্রযুক্তিটি কার্যকর; কিন্তু আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি হচ্ছে, এত জটিল একটি প্রকল্পে জুড়ে দেওয়ার জন্য এটি এখনও প্রস্তুত নয়।”

    মহাকাশে ব্যাপক সংখ্যক সোলার প্যানেল পাঠানো যে ব্যয়বহুল হবে এবং এর জন্য যে কয়েকশবার রকেট উৎক্ষেপণ করতে হবে – তার কার্বন ডাই অক্সাইড নিঃসরণ নিয়ে শঙ্কিত তিনি।

    তবে, পরিবেশের ওপর ক্যাসিওপিয়া প্রকল্পের সম্ভাব্য প্রভাব বিচার বিশ্লেষণ করে ইতিবাচক খবর দিয়েছেন ইউনিভার্সিটি অফ স্ট্র্যাথক্লাইডের গবেষকরা। রকেটের উৎক্ষেপণকে বিবেচনায় নিলেও, ভূপৃষ্ঠের সৌরশক্তি প্রকল্প থেকে যে পরিমান কার্বন ডাইঅক্সাইড নির্গমন হয়, তার অর্ধেক হবে ক্যাসিওপিয়া প্রকল্পে।

    এ প্রকল্পের অর্থনৈতিক দিকের ওপরেই বেশি জোর দিচ্ছেন সোলটাও। “উৎক্ষেপণ খরচ ৯০ শতাংশ কমে এসেছে এবং আরও কমছে। অর্থনীতির জন্য গেইম-চেঞ্জিং পর্যায়ে চলে এসেছে এটি।”

    “দ্বিতীয়ত, সৌরশক্তি নির্ভর স্যাটেলাইটের নকশায় বড় কিছু অগ্রগতি হয়েছে। এর ফলে স্যাটেলাইটগুলো আগের চেয়ে বেশি মডিউলার; এদের সহনশীলতা যেমন বেড়েছে, তেমনি উৎপাদন খরচও কমেছে। তৃতীয়ত, রোবটিক্স এবং স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ প্রযুক্তিতেও বড় অগ্রগতি পেয়েছি আমরা,” বিবিসিকে বলেন তিনি।

    বিবিসি জানিয়েছে, ব্রিটিশ সরকারের অনুদানের আকার ছোট হওয়ায় এখন ব্যক্তিমালিকানাধীন পর্যায়ে বিনিয়োগের খোঁজ করছে এসইআই।

    তবে এসইআই যে সময়সীমার কথা বলছে তা বেশি আশাবাদী বলে সতর্ক করে দিয়েছেন ড. রাডুলোভিচ।

    “এ খাতে বড় আকারের বিনিয়োগ এবং প্রচেষ্টা থাকলে ছোট আকারের একটি পাইলট প্রকল্প হিসেবে এটি চালু করতে না পারার কোনো কারণ দেখছি না আমি।”

    “কিন্তু বড় আকারে নির্মাণ করতে গেলে – আমরা এখানে কয়েক কিলোমিটার লম্বা সোলার প্যানেলের কথা বলছি – সেটা বানাতে দীর্ঘ সময় লাগবে।”

    হঠাৎ চাঁদ না থাকলে পৃথিবীতে দিন হবে ৬ ঘণ্টার, হতো না জোয়ার-ভাটা

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    দিন দুঃশি্চন্তার দেবে পৃথিবীতে প্যানেল প্রযুক্তি বসানো বিজ্ঞান বিদ্যুৎ মহাকাশে শেষ! সোলার
    Related Posts
    Samsung vs iPhone

    Samsung vs iPhone: কোন স্মার্টফোন এগিয়ে?

    May 10, 2025
    vivo y300 gt ফোন

    Vivo Y300 GT: শক্তিশালী মিডরেঞ্জ ফোন

    May 10, 2025
    Vivo X200 FE দাম

    Vivo X200 FE দাম এবং লঞ্চ আপডেট

    May 10, 2025
    সর্বশেষ সংবাদ
    CBSE Class 10 &12 Results 2025
    CBSE Class 10 &12 Results 2025 Expected to Be Announced Next Week – Key Details Inside
    Samsung vs iPhone
    Samsung vs iPhone: কোন স্মার্টফোন এগিয়ে?
    new pope leo xiv
    New Pope Leo XIV: The Historic Rise of Robert Prevost to the Papacy
    Xiaomi Mix Fold 4 Price in Bangladesh & India
    Xiaomi Mix Fold 4 Price in Bangladesh & India with Full Specifications
    Tecno Spark 20 Pro Price in Bangladesh & India
    Tecno Spark 20 Pro Price in Bangladesh & India with Full Specifications
    ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি
    ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির ঘোষণায় স্বস্তির নিঃশ্বাস
    ওয়েব সিরিজ
    রোমান্স আর রহস্যে ভরপুর জনপ্রিয় সেরা কিছু ওয়েব সিরিজ, একা দেখুন!
    OnePlus Nord CE 4 Price in Bangladesh & India
    Cholesterol
    কোলেস্টেরলের প্রভাব, লিঙ্গোত্থানে সমস্যাসহ রয়েছে আরও যেসব ঝুঁকি
    India-Pakistan War Ceasefire Agreement
    India-Pakistan War: Ceasefire Agreement Brings Temporary Relief Amid Rising Tensions
    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.