স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ভরাডুবি ঘটেছে বাংলাদেশের। এদিকে, র্যাঙ্কিংয়েও উত্থানপতন দেখলেন টাইগার কাপ্তান সাকিব আল হাসান।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে দল হারলেও ব্যাটে ও বলে সফল ছিলেন সাকিব। ফলও পেয়েছিলেন হাতেনাতে। আইসিসি টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছিলেন তিনি। কিন্তু দ্বিতীয় তথা সেন্ট লুসিয়া টেস্টে বাজে পারফরম্যান্সের কারণে এক ধাপ পিছিয়ে গেলেন মিস্টার সেভেন্টিফাইভ।
অ্যান্টিগা টেস্টে দলের ভরাডুবিতেও আলো ছড়ান সাকিব। ব্যাট হাতে দুই ইনিংসেই পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলে দলকে লজ্জার হাত থেকে বাঁচিয়েছেন। প্রথম ইনিংসে ৬৭ বলে ৫১ রানের ইনিংস খেলেন সাকিব। দ্বিতীয় ইনিংসে করেন ৯৯ বলে ৬৩ রান।
এদিকে, দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে সাকিবের ব্যাট থেকে আসে যথাক্রমে ৮ ও ১৬ রান। এ ছাড়া বল হাতে ছিলেন উইকেটশূন্য। ফলে র্যাঙ্কিংয়ে আবারও অবনমন। আইসিসির সবশেষ আপডেট করা র্যাঙ্কিং অনুযায়ী ৩২৮ রেটিং নিয়ে দ্বিতীয় অবস্থান থেকে তিনে নেমে গেছেন সাকিব।
এ ছাড়া সাকিবের জায়গা দখল করেছেন ভারতীয় অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। ৩৪১ রেটিং নিয়ে দুইয়ে উঠে এসেছেন তিনি। পাশাপাশি শীর্ষস্থান ধরে রেখেছেন রবীন্দ্র জাদেজা। তার রেটিং পয়েন্ট ৩৮৫।
সেন্ট লুসিয়া টেস্টে বাংলাদেশের ভরাডুবি হলেও বল হাতে সফল ছিলেন তরুণ পেসার খালেদ আহমেদ। আন্তর্জাতিক ক্যারিয়ারে এক ইনিংসে পাঁচ উইকেট নেয়ার কীর্তি অর্জন করেন এ পেসার। টেস্টে বাংলাদেশের ষষ্ঠ পেসার হিসেবে এই এমন অর্জন যোগ হয় তার নামের পাশে। ক্যারিয়ারসেরা বোলিংয়ের টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে নয় ধাপ এগিয়ে খালেদ ৮৮তম স্থানে। মেহেদী হাসান মিরাজ এক ধাপ এগিয়ে আছেন ৩০তম স্থানে।
এ ছাড়া দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে ইনিংস হারের লজ্জা থেকে বাঁচানো ৫০ বলে ৬০ রানের গুরুত্বপূর্ণ ইনিংসে টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ে বড় লাফ নুরুল হাসান সোহানের। ১৪ ধাপ এগিয়ে ৮৪ তম স্থানে উঠে এসেছেন উইকেটকিপার এ ব্যাটার।
এদিকে, টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ইংলিশ ব্যাটার জো রুট। এ ছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ফর্মে থাকা তারই স্বদেশি জনি বেয়ারস্টো টেস্ট ব্যাটসম্যান তালিকায় ২০ ধাপ উন্নতি করে ২১তম স্থানে আছেন।
আয়ারল্যান্ডের বিপক্ষে এক ম্যাচে সর্বোচ্চ গোল্ডেন ডাকের রেকর্ড ভারতের
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।