স্পোর্টস ডেস্ক: অ্যাশেজের সিরিজের প্রথম টেস্টে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার কাছে ৯ উইকেটে হেরেছে ইংল্যান্ড। এদিকে ম্যাচ হারের পর আরও একটি দুঃসংবাদ শুনতে হলো ইংলিশদের।
ব্রিজবেন টেস্টে স্লো ওভার রেটের জন্য শতভাগ ম্যাচ ফি জরিমানা করা হলো ইংল্যান্ডের ক্রিকেটারদের। সেই সাথে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে পাঁচ পয়েন্টও কাটা গেছে ইংল্যান্ডের।
এই টেস্টে নির্ধারিত সময়ের মধ্যে পাঁচ ওভার কম বোলিং করেছে ইংল্যান্ড।
আইসিসির আচরণবিধি ২.২২ ধারায় বলা আছে, প্রতি ওভারের ঘাটতির জন্য ঐ দলের ক্রিকেটারদের ম্যাচ ফির ২০ শতাংশ হারে জরিমানা করা হয়। সেখানে ইংল্যান্ড পাঁচ ওভার দেরিতে করেছে।
আর টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে ১৬.১১.১২ ধারায় বলা আছে, চ্যাম্পিয়নশিপে প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, প্রতি ওভারের জন্য এক পয়েন্ট করে কাটা হবে।
তাই টেস্ট চ্যাম্পিয়নশিপে ছয় ম্যাচে ৯ পয়েন্ট এখন ইংল্যান্ডের ঝুলিতে। টেবিলের সাত নম্বরে আছে তারা।
ম্যাচ রেফারি ডেভিড বুনের আনা অভিযোগ মেনে নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। তাই আনুষ্ঠানিক কোন শুনানির প্রয়োজন পড়েনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।