স্পোর্টস ডেস্ক: মানুষের জীবনে খারাপ সময় থাকেই। সুসময়ে সবাই পাশে থাকলেও খারাপ সময়ে যেন কেউই পাশে থাকতে চায় না। জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেনও পার করেছেন জীবনের খারাপ সময়টুকু। বাকি সবার মতো সে সময় তিনিও সতীর্থদের কাছ থেকে পাননি সহমর্মিতা। জাতীয় দলে যাদের সঙ্গে খেলেছেন তারাও যেন নাসিরকে ভুলে গিয়েছেন। তবে ভুলেননি একজন। নাসিরের দুঃসময়েও তিনি পাশে ছিলেন, সাহস দিয়েছেন নাসিরকে।
জীবনের কঠিন সময়ে নাসির পাশে পেয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে। প্রায়ই ফোনে সাকিবের সঙ্গে কথা হতো নাসিরের। জাতীয় দলের বাকি সতীর্থরা কঠিন সময়ে পাশে না থাকলেও অবাক হননি তিনি।
নাসির বলেন, ‘আমি কাউকে পাশে পায় নি। আর এতে অবাকও হয়নি। সত্যি বলতে আপনি যখন জাতীয় দলে খেলবেন ব্যাপারটা এক রকম, যখন বের হয়ে যাবেন তখন অন্যরকম। জাতীয় দলে থাকলে মাঠকর্মীরাও ভালো আচরণ করে, আর বের হয়ে গেলে চিত্র বদলে যায়। তবে সাকিব ভাইয়ের সাথে আমার কথা হতো। সাকিব ভাইয়ের সঙ্গে আমার মোটামুটি সবসময়ই কথা হয়।’
নিজের খারাপ সময়ে জাতীয় দলের কাউকে পাশে না পেলেও কাউকে দোষারোপ করেননি নাসির। পরিস্থিতির কারণেই অনেক সময় এক ক্রিকেটার আরেক ক্রিকেটারের দুঃসময়ে পাশে দাঁড়াতে পারেন না বলে মনে করেন তিনি।
সর্বশেষ বিপিএলে দুর্দান্ত ছন্দে থাকা নাসির বলেন, ‘হয়তো তখন বাকি ক্রিকেটারদেরও জাতীয় দলের খেলা ছিল। তারাও হয়তো তাদের জীবন নিয়ে ব্যস্ত ছিল। আমাকে ফোন দিয়েই বা কি বলবে? একই জিনিস যদি অন্য ক্রিকেটারের হতো, আমিই বা ফোন দিয়ে কি বলতাম? আমি এতটুকু বিশ্বাস করি যদি কোনো ক্রিকেটারের কাছে সাহায্য চাইতাম তাহলে অবশ্যই সেটা পাইতাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।