জুমবাংলা ডেস্ক : একটি বেলের দাম ৫০০ টাকা। নিজের হাতে লাগানো গাছ থেকে ফলন হওয়া দুই কেজি ওজনের বেলটি নিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করছেন বৃদ্ধ কৃষক হারুন রশিদ। বেলটির দাম ৪০০ টাকা পর্যন্ত উঠেছে। তিনি ৫০০ টাকার কমে বিক্রি করতে রাজি নন।
বৃহস্পতিবার সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের রশিদাবাদ গ্রামের গৌরাঙ্গবাজার মোড়ে বেলটি বিক্রি করার জন্য বসেন হারুন রশিদ। এ সময় বেলটি দেখতে অনেকেই ভিড় করেন।
হারুন রশিদ বলে, বাজার থেকে একটি বড় বেল কিনে এর বিজ থেকে চারা করেছি।
এই জাতের একটি চারাই হয়েছে। ১০ বছর ধরে বেল ধরছে। প্রতি বছর ১০ থেকে ১৫টি বেল ধরে। দু-একটি বাড়িতে খেয়ে বাকিগুলো বিক্রি করি।
তিনি বলেন, এ বছর দুই কেজি ওজনের একটি বেল হয়েছে। অনেকেই বেলটি দেখছেন। দাম ৫০০ টাকা চাচ্ছি। কিন্তু ৪০০ টাকা পর্যন্ত দাম উঠেছে। আমি বিক্রি করিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।