চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মুজিববর্ষের অনুষ্ঠান চলাকালে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ইটের আঘাতে প্রকাশ নামের ছাত্রলীগের এক কর্মী আহত হয়েছেন। পরে পুলিশের লাঠিচার্জে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল ৫টার দিকে শিবগঞ্জ উপজেলা পরিষদের কাছে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিকেলে শিবগঞ্জ উপজেলা চত্বরে মুজিববর্ষের অনুষ্ঠান চলাকালে এমপি ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল গ্রুপের লোকজনের সঙ্গে উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম গ্রুপের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করলে ছাত্রলীগের এক কর্মী আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও রাবার বুলেট নিক্ষেপ শুরু করলে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।
একপর্যায়ে এমপি ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলকে নিরাপদে সরিয়ে ইউএনওর কার্যালয়ে নিয়ে যায় পুলিশ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তথ্যসূত্র : দৈনিক জাগরণ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।