দুই ছেলেকে মানুষ করতে গিয়ে নাভিশ্বাস উঠছে কারিনা কাপুরের

কারিনা কাপুর

বিয়ের প্রায় ১২ বছর পার করে ফেলেছেন কারিনা কাপুর ও সাইফ আলি খান। বর্তমানে দুই ছেলে তৈমুর আলি খান ও জেহ্কে নিয়ে সংসার তাদের। দুই ছেলেকে মানুষ করা যে মুখের কথা নয়, তা স্বীকার করেন নিলেন কারিনা। তৈমুর আর জেহ্কে মানুষ করতে গিয়ে নাভিশ্বাস উঠছে তারকা দম্পতির।

কারিনা কাপুর

২০১৬ সালে প্রথম সন্তান তৈমুরের জন্ম দেন নায়িকা। ২০২১ সালে যুগলের কোলে আসে জাহাঙ্গির ওরফে জেহ্। এখন ৭ ও ৩ বছরের দুই সন্তানের মা কারিনা। তবে দুই সন্তানকে মানুষ করতে গিয়ে নাজেহাল দম্পতি।

তৈমুর বেশ কিছুটা বড় হওয়ার কারণে ভাইয়ের ওপর খানিক কর্তৃত্ব ফলায়। তাতেই নাকি বাধে অশান্তি! কারিনার কথায়, আমাদের বাড়িতে হঠাৎ হঠাৎ দেখি, সাইফ রেগে চিৎকার করছে। আমি হয়তো ওপরে কিছু একটা করছি। হঠাৎই শুনছি, সাইফ বকাবকি করছে ছেলেদের। হঠাৎই মারপিট শুরু করে ওরা। তারপর আমাদেরই থামাতে হয়। আসলে এই মুহূর্তে দু’জনেই তাদের অস্তিত্ব খুঁজছে।

মোস্তাফিজকে নিয়ে গাঙ্গুলীর যে অভিযোগ ভুল প্রমাণ করলেন ধোনি

কারিনা আরও বলেন, আসলে তৈমুর বড্ড খবরদারি করে জেহ্র ওপর। ব্যস, তাতেই রাগ ছোটটার। আমি আর সইফ ভাবি, কী যে চলছে। আসলে দুটো ছেলে মানুষ করা খুব শক্ত কাজ।