Advertisement
জুমবাংলা ডেস্ক : বৃহস্পতিবার সকালে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল রোহিঙ্গা শিবিরে দুই দল রোহিঙ্গার মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। আহতদের তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, মো. আনাছ (২৩), মো. ইকরাম (২১), মো. জাকারিয়া (৩৫), মো. নোমান (২০) ও মো. আতাউল্লাহ (৩৭)।
জানা যায়, সকাল নয়টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে দুই দল রোহিঙ্গা সদস্যের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দা ও ছুরি নিয়ে তারা কোপাকুপি শুরু করে। পরে আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের হাসপাতালে ভর্তি করে।
ক্যাম্পের পুলিশের ইনচার্জ এসআই নাজমুল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



