Advertisement
বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুল কলেজের তথ্য চেয়ে আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সোমবার এ সংক্রান্ত আদেশ আঞ্চলিক পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।
আদেশে বলা হয়েছে, আগামী ২০ আগস্টের মধ্যে জেলাওয়ারী ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা অধিদপ্তরে পাঠাতে হবে।
প্রসঙ্গত, দীর্ঘমেয়াদি বন্যা থেকে সদ্য মুক্ত হয়েছে দেশ। যদিও কিছু জেলায় ফের বন্যার আশঙ্কা করা হচ্ছে। এর আগে গত জুলাই মাসে সারাদেশে বন্যার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়লে জনসাধারণের অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসাবে বন্যা দুর্গত এলাকার সব স্কুল-কলেজ খুলে দেয়ার নির্দেশ দিয়েছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।