Advertisement
জুমবাংলা ডেস্ক : কুষ্টিয়ায় ভেড়ামারায় বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় দুই ভাইকে হত্যার মামলায় চারজনের ফাঁসি ও সাতজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
রবিবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান তিন বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
পরে আদালতে পিপি অনুপ কুমার নন্দী জানান, ২০১৬ সালের ২৫ এপ্রিল কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় এক স্কুলছাত্রীকে ইভটিজিং করেন কয়েকজন যুবক। এ সময় প্রতিবাদ করায় তারা ওই ছাত্রীর দুই ভাইকে পিটিয়ে হত্যা করেন। এর পরদিন নিহতের ভাই জাকারুল ইসলাম বাদী হয়ে ভেড়ামারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.