দুই ভাইয়ের কুড়িয়ে পাওয়া অর্ধলাখ টাকা আদালতে জমা দিয়েছে পুলিশ

জুমবাংলা ডেস্ক : পটুয়াখালীর মহিপুরে বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই ভাইয়ের কুড়িয়ে পাওয়া অর্ধলাখ টাকা আদালতে জমা দিয়েছে পুলিশ। বুধবার (২৬ এপ্রিল) সকালে টাকাগুলো আদালতে পাঠানো হয়।

বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই ভাই হলেন জয় ও দীপ মজুমদার। তাদের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার খাসপুকুরপাড় এলাকায়। জয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। দীপ রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র।

জানা যায়, সোমবার জয় ও দীপ মজুমদার নামের বিশ্ববিদ্যালয়পড়ুয়া দুই ভাই কুয়াকাটা ঘুরতে গিয়েছিলেন। ফেরার পথে মহিপুর এলাকায় ৫০ হাজার টাকার একটি বান্ডেল কুড়িয়ে পান। সেই টাকা প্রকৃত মালিককে ফিরিয়ে দিতে তারা প্রথমে ৯৯৯-এ ফোন করেন। পরে মহিপুর থানায় গিয়ে টাকাগুলো ওসির হাতে তুলে দেন।

মহিপুর থানার ওসি খোন্দকার মো. আবুল খায়ের বলেন, বর্তমানে অনেক তরুণ বিপথগামী। তবে বিশ্ববিদ্যালয়পড়ুয়া ওই দুই ভাই সত্যিই ব্যতিক্রম। কুড়িয়ে পাওয়া টাকা প্রকৃত মালিককে ফিরিয়ে দিতে আমার কাছে দিয়ে গেছেন। তাদের সততা সবাইকে মুগ্ধ করেছে। প্রকৃত মালিক নির্ধারণের জন্য টাকা আদালতে পাঠানো হয়েছে।