চীন, পাকিস্তান দুই ভাইয়ের নাম : পাকিস্তানের প্রধানমন্ত্রী

চীন, পাকিস্তান দুই ভাইয়ের নাম : পাকিস্তানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, পাকিস্তান ও চীন ‘দুই ভাই’ যারা পারস্পরিক বন্ধুত্বের চিরসবুজ বৃক্ষকে বছরের পর বছর ধরে লালন করেছে।

চীন, পাকিস্তান দুই ভাইয়ের নাম : পাকিস্তানের প্রধানমন্ত্রী
ফাইল ছবি

দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭১তম বার্ষিকীতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে অভিনন্দন জানিয়ে শনিবার শাহবাজ শরিফ এ কথা বলেছেন। খবর পিটিআইয়ের।

এ সময় শাহবাজ শরিফ বন্ধুত্বকে একটি সহযোগিতামূলক কৌশলগত অংশীদারিত্ব এবং লৌহ কঠিন বন্ধনে রূপান্তরিত করার প্রচেষ্টা চালানোর জন্য দুই দেশের নেতা ও জনগণকেও শ্রদ্ধা জানিয়েছেন।

কোনো অপ্রীতিকর ঘটনা, বিশ্ব রাজনীতিতে অস্থিরতা বা হিংসা দুই দেশের এই বন্ধনে প্রভাব ফেলতে পারবে না বলেও জানিয়েছেন  শাহবাজ শরিফ।

এ সময় দুই দেশের অর্থনৈতিক বন্ধন, সহযোগিতা এবং পারস্পরিক বিশ্বাসকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

প্রথমবারের মতো ক্যামেরায় রানি মুখার্জির মেয়ে, কিউটনেস-এ টেক্কা দেবে তৈমুরকে