বিনোদন ডেস্ক : পশ্চিমবঙ্গে লকডাউন ঘোষণার আগেই অভিনেতা অঙ্কুশ হাজরার বাড়িতে এসেছিলেন তার প্রেমিকা অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। হঠাৎ লকডাউন ঘোষণা হওয়ায় সেখানে আটকে পড়েন তিনি। বাড়ি ফিরতে পারেননি নাকি ইচ্ছা করেই ফেরেননি, তা নিয়ে রয়েছে প্রশ্ন। তবে যা-ই হোক, শাপে বর হয়েছে বলা যায়। কারণ দুজনে একসঙ্গে সময় কাটাতে পারছেন। অঙ্কুশের কথায়, ‘এখন ট্রায়াল দিয়ে নিচ্ছি দুজনে।’
ঐন্দ্রিলা অবশ্য বলেছেন, ‘আমাদের দুজনের কোনো দিনই গদগদ প্রেমের সম্পর্ক নয়। একসঙ্গে আড্ডা, ঘোরাফেরা, পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবানি। এখনও সেটাই করছি। আমি আর মা এখানে আটকে পড়েছি। চলে যাব ভেবেছিলাম। কিন্তু অঙ্কুশের মা-বাবা কিছুতেই যেতে দিলেন না। এত দিন আটকা থেকে একটু অস্বস্তি হচ্ছে। আমাদের বাড়িটা বন্ধ পড়ে আছে। এখানে আমার জামাকাপড়ও তেমন নেই। প্রতিদিন একই জামা কেচে ঘুরিয়েফিরিয়ে পরছি।’
তাহলে সময় কাটছে কী করে? কখনও ঘরের কাজ করে, তো কখনও রান্নাঘরে টুকিটাকি কাজে সময় কেটে যাচ্ছে ঐন্দ্রিলার। মার্চের শেষেই তার অঙ্কুশের সঙ্গে ইউরোপ ভ্রমণে যাওয়ার কথা ছিল। সেটা যাওয়া না হলেও অন্তত একসঙ্গে থাকতে তো পারছেন তারা। দুজনেই ওয়েব সিরিজ়ের ভক্ত। তাই অনেকটা সময় কেটে যাচ্ছে সিরিজ় দেখে।
ঐন্দ্রিলার কথায়, ‘আমাদের একসঙ্গে সময় কাটানো মানে সিরিজ় দেখা। আর আমার পোষ্যও যেহেতু এখানে আছে, ওদের নিয়েও অনেকটা সময় কাটে। তবে পরিবারকেও সঙ্গ দেন দুজনে। সন্ধ্যা হলেই লুডু নিয়ে বসে পড়েন পরিবারের সবাই।
অঙ্কুশের কথায়, ‘এই লুডু আমাকে খুব সাহায্য করেছে। ঐন্দ্রিলার মা আর আমার সম্পর্ক অনেক সহজ হয়ে গেছে। আমি খুব লাজুক, ঐন্দ্রিলার মতো চট করে মিশতে পারি না। ও যেমন বরাবরই আমার মায়ের খুব ক্লোজ। আমি বরং গুটিয়ে থাকতাম। কাকিমার সঙ্গে অত কথা হত না। এখন এতটা সময় উনি সামনে থাকছেন বলে সেই আড় ভেঙে গেছে।’
সম্পর্ক যে পোক্ত হচ্ছে এই কোয়ারেন্টাইনে, তাতে সন্দেহ নেই। কিন্তু এতদিন শুটিং বন্ধ, বাড়িতে বসে বেশ চিন্তিত ঐন্দ্রিলা। অভিনেত্রী বলেন, ‘আমরা কাজের মানুষ। এভাবে বাড়িতে বসে থাকতে ভালো লাগছে না। তারপর আবার ইন্ডাস্ট্রির অনেকের হাতেই টাকাপয়সা নেই। নিজের চেনাজানার মধ্যে যারা আছেন, তাদের হয়তো সাহায্য করছি এখন। কিন্তু কত দিন সাহায্য করতে পারব জানি না।’
তবে ভরসা যোগাচ্ছেন অঙ্কুশ। অভিনেতা সদ্য শুটিং শেষ করেছেন ‘কেস জন্ডিস’-এর। তার স্ট্রিমিংও শুরু হয়ে গেছে। অঙ্কুশ বলেন, ‘একটু একটু করে কাজ শুরু হচ্ছে। আর আমার ভিডিওর ডিওপিতে ঐন্দ্রিলার নাম যাচ্ছে।’ সেই পর্যন্ত নিজেকে তো পজ়িটিভ থাকতে হবে। তার জন্য কখনও অভিনেতা ‘ঘুঙরু’র তালে নেচে উঠছেন, কখনও ঐন্দ্রিলার সঙ্গে মজার ভিডিও বানাচ্ছেন। এভাবেই চলছে তাদের নতুন সংসারের ট্রায়াল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



