দুই শতাব্দীর পথচলা শেষের পথে? বিক্রি হচ্ছে ঐতিহাসিক পত্রিকা ‘অবজারভার

আন্তর্জাতিক ডেস্ক : ১৭৯১ সাল থেকে প্রতি রবিবার প্রকাশিত হয়ে আসা ঐতিহ্যবাহী পত্রিকা অবজারভার-এর মালিকানা পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার, স্কট ট্রাস্ট ও গার্ডিয়ান মিডিয়া গ্রুপের বোর্ড সদস্যদের বৈঠকের পর পত্রিকাটি বিক্রির সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

পত্রিকাটি কিনে নিচ্ছে টরয়েস মিডিয়া, যা পাঁচ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল। এই মিডিয়া গ্রুপটি পরিচালনা করছেন বিবিসি ও দ্য টাইমের সাবেক কর্মকর্তা জেমস হার্ডিং এবং যুক্তরাজ্যে সাবেক মার্কিন রাষ্ট্রদূত ম্যাথিউ বারজান।

১৯৯৩ সাল থেকে অবজারভারের মালিক ছিল গার্ডিয়ান মিডিয়া গ্রুপ। বর্তমানে পত্রিকাটিতে প্রায় ৭০ জন কর্মী কাজ করছেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে এর বিক্রি ধারাবাহিকভাবে কমছিল। ২০২১ সালে, প্রতি সপ্তাহে পত্রিকাটির বিক্রি নেমে আসে প্রায় ১ লাখ ৩৬ হাজার কপিতে।

এ সিদ্ধান্তের ফলে ঐতিহ্যবাহী এই পত্রিকাটির ভবিষ্যৎ কেমন হবে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।