জুমবাংলা ডেস্ক: করোনা পজিটিভ ধরা পড়ার দুই সপ্তাহের মধ্যে সুস্থ হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রিউমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নজরুল ইসলাম।
গত ২ মে করোনা টেস্ট পজিটিভ আসার পর দুই সপ্তাহ বাসা এবং হাসপাতালে চিকিৎসা নেয়ার পর দুই দফা টেস্টে তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
শনিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে নিজেই করোনা টেস্টের ফলাফল নেগেটিভ আসার কথা জানিয়েছেন বাত ব্যথায় বিশেষজ্ঞ এই চিকিৎসক। শেষ দিকে তাঁর চিকিৎসা হয়েছে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে)।
ফেসবুক পোস্টে নজরুল ইসলাম বলেন, ‘সবাই দোয়া করেছেন, আল্লাহ সহায় হয়েছেন। কোভিড টেস্ট দুইটা নেগেটিভ হলো। ভালো আছি।’
অসুস্থ অবস্থায় সেবা দেয়ার জন্য সিএমএইচ কর্তৃপক্ষ, সেখানকার চিকিৎসকসহ সকল স্বাস্থ্যকর্মী, সার্বক্ষণিক খোঁজখবর রাখার জন্য বঙ্গবন্ধু মেডিকেল কর্তৃপক্ষ ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দেশবরেণ্য এই চিকিৎসক। বলেছেন, ‘আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। চিকিৎসকরা আমাকে আন্তরিকতার সঙ্গে সেবা দিয়েছেন, অনেকেই খোঁজ নিয়েছেন, দোয়া করেছেন তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।