দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক মুহাম্মদ ইউসুফের বাসায় বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় তার স্ত্রী তানিয়া দ’গ্ধ হয়ে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সিএমএইচ-এ মা’রা গেছেন।
পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার নাবিদ কামাল গণমাধ্যমকে জানান, তানিয়া ইশরাত মানসিক ভারসাম্যহীন ছিলেন। এর আগেও তিনি একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছেন। এ নিয়ে তানিয়া ইশরাতের পরিবারের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।
প্রসঙ্গত, মোহাম্মদ ইউসুফ শাহজালাল বিমানবন্দরের অনিয়ম রোধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা পালন করে আলোচনায় আসেন। এরপর তাকে দুদক পরিচালক করা হয়।
এছাড়া সিলেট কারাগারের সাবেক ডিআইজি (প্রিজন) পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরুর পর তার বাসার অভিযানেও নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ওই অভিযানে পার্থের বাসা থেকে ৮০ লাখ টাকা উদ্ধার করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।