জুমবাংলা ডেস্ক : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী দুর্নীতি দমন কমিশনের মামলায় উচ্চ আদালত থেকে আগাম জামিন পেয়েছেন।
‘অসাধু উপায়ে’ সম্পদ অর্জনের অভিযোগে দুদক গত ৩০ জুলাই এই মামলা করে, যে অভিযোগ বরাবরই তিনি অস্বীকার করে আসছেন।
তৌফিক ইমরোজ খালিদীর আবেদন মঞ্জুর করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চ বুধবার আট সপ্তাহের আগাম জামিনের আদেশ দেয়।
জামিন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক বলেন, এটা ‘সাজানো’ মামলা; এজাহারে যেসব অভিযোগ করা হয়েছে, তার ‘এক বর্ণও সত্য নয়’। মানুষকে বিভ্রান্ত করার জন্য, আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য (এটা) করা হয়েছে।
জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, ব্যারিস্টার মাহবুব শফিক। অন্যদিকে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।
তৌফিক ইমরোজ খালিদীর পক্ষে আদালতে আরো ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদী, প্রকাশ বিশ্বাস, দেবাশীষ দেব, নোমান হোসাইন তালুকদার, মোহাম্মদ এহসান হাবিব।
২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইনের ২৭ (১) ধারায় দায়ের করা মামলাটির এজাহারে বলা হয়েছে, তৌফিক ইমরোজ খালিদী চারটি ব্যাংকের বিভিন্ন হিসাবে ৪২ কোটি টাকা জমা রেখেছেন, যার ‘বৈধ কোনো উৎস’ দুদক পায়নি।
‘ভুয়া কাগজপত্র সৃষ্টি করে অবৈধ প্রক্রিয়ায় প্রতারণার মাধ্যমে’ তিনি ওই টাকা অর্জন করেছেন বলে অভিযোগ করা হয়েছে মামলায়।
দুদকের এই অনুসন্ধান শুরু হয়েছিল গত বছরের শেষ ভাগে, অ্যাসেট ম্যানেজমেন্ট ফার্ম এলআর গ্লোবাল বাংলাদেশের কাছ থেকে ৫০ কোটি টাকা বিনিয়োগ পাওয়ার খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সংবাদ প্রতিবেদন আকারে প্রকাশ করার সপ্তাহ দুই পর।
বিনিয়োগের ওই টাকাই ‘অবৈধ প্রক্রিয়ায়’ অর্জন করা হয়েছে বলে সাড়ে আট মাস পর দায়ের করা মামলায় অভিযোগ করেছে দুদক।
ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ ইমরুল কায়েশ এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ অক্টোবর দিন রেখেছেন।
জামিন শুনানি শেষে তৌফিক ইমরোজ খালিদীর আইনজীবী আব্দুল মতিন খসরু সাংবাদিকদের বলেন, উনার বিরুদ্ধে অভিযোগ, উনার যে সম্পদ আছে তা জ্ঞাত আয় বহির্ভূত। উনার অ্যাকাউন্টে যে টাকা আছে সেটা জ্ঞাত আয় বহির্ভূত। আমরা জবাব দিয়েছি, এটা ঠিক না। উনার বিভিন্ন অ্যাকাউন্টে যে টাকা আছে তা বৈধ আয়ের।
এখানে একটা টাকাও আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ নয়। এ বিষয়ে সংবিধান, আইনি যুক্তি তুলে ধরেছি। কোর্ট সন্তুষ্ট হয়ে তাকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছে।
অন্যদিকে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, আগাম জামিন দিয়েছে এটা আদালতের সিদ্ধান্তের ব্যপার। কিন্তু আমরা দেখিয়েছি আগাম জামিনের যে আবেদনটা করেছেন সেটি আপিল বিভাগের গাইডলাইন অনুযায়ী আসে না।
কমিশনকে আগাম জামিনের বিষয়টি জানানোর কথা উল্লেখ করে তিনি বলেন, কমিশন সিদ্ধান্ত নেবে আপিলে যাবে কি যাবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।