দুধ দিয়ে গোসল করলেন নবনির্বাচিত চেয়ারম্যান

দুধ দিয়ে গোসল

দুধ দিয়ে গোসল

জুমবাংলা ডেস্ক : মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউপি নির্বাচনে বিপুল ভোটে জয় লাভের পর গাজী হাসান আল মেহেদী সুহাসকে দুধ দিয়ে গোসল করালেন তার সমর্থকরা। তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে গাজী হাসান আল মেহেদী সুহাস নবগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

তিনি নবগ্রাম ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান ও মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের প্রাক্তন সহ-সভাপতি গাজী হাবিবুর রহমান মুন্নু গাজীর ছেলে। এছাড়া তিনি ওই ইউনিয়নের যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।

গত রোববার (২৮ নভেম্বর) নবগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী গাজী হাসান আল মেহেদি সুহাস। তিনি ৯ হাজার ৭৩০ ভোট পেয়ে নির্বাচীত হয়েছিলেন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্র্রতীকের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) রাকিব হোসেন ফরহাদ পেয়েছেন ১ হাজার ৬৯২ ভোট।

নির্বাচিত হয়ে নানাভাবে বিজয়োল্লাস করেন প্রার্থীরা। ফুল দিয়ে বরণ, শুভেচ্ছা বিনিময়, মিষ্টি বিতরণ, নেঁচে-গেয়ে স্লোগানে বিজয় উদযাপন করে সমর্থকরা। বিজয়োল্লাসের আরও একটু বারতি আকর্ষন হিসেবে নবনির্বাচীত চেয়ারম্যানকে দুধ দিয়ে গোসল করিয়ে বরণ করে নেন সমর্থকরা।