আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস বলেছেন, ‘পৃথিবীতে যদি কোনো নরক থাকে, তাহলে সেখানে বাস করছে গাজার শিশুরা’।
তিনি বৃহস্পতিবার আরও বলেন, হামাস ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘর্ষ অগ্রহণযোগ্য। এই লড়াই অবিলম্বে থামা উচিত। জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।
গুতেরেস বলেন, গাজায় ইসরাইলি ডিফেন্স ফোর্সের বিমান হামলা ও গোলাবর্ষণে ৬০ শিশুসহ অন্তত ২০৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। যদিও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৬৫ শিশুসহ নিহত ফিলিস্তিনির সংখ্যা ২৩০। জাতিসংঘ প্রধান বলেন, নাইজার ও আলজেরিয়ার অনুরোধে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। নাইজার বর্তমানে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) ও আলজেরিয়া জাতিসংঘে আরব গ্রুপের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছে।
১৯৬৭ সালের সীমান্ত অনুসারে দুই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আলোচনা পুনরায় শুরু করা চলমান সংকট ও আন্তঃসীমান্ত নিরাপত্তার জন্য ইতিবাচক বলেও উল্লেখ করেন জাতিসংঘ প্রধান। গুতেরেস গাজায় সংবাদমাধ্যমের কার্যালয় গুঁড়িয়ে দেওয়াকে চরম উদ্বেগের বলে অভিহিত করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


